বান্দরবানের পাহাড়ি এলাকায় চলছে মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘ডেডবডি’র কাজ। শুটিং চলাকালীন হঠাৎ পাহাড়ি একটি সাপ কামড়ে দেয় ওমর সানীর পায়ে। ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এই অভিনেতাকে। এরপর নেওয়া হয় চিকিৎসকের কাছে। বর্তমানে তিনি সুস্থ আছেন। তবে আজ সোমবার সকালেই ঢাকার উদ্দেশে বান্দরবান ছেড়েছেন সানী। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা মোহাম্মদ ইকবাল।
তিনি বলেন, ‘গতকাল আমরা শুটিং করছিলাম পাহাড়ি একটি এলাকায়। সেখানে কিছুটা জঙ্গলও ছিল। শুটিং চলাকালীন হঠাৎ সবুজ রঙের একটি সাপ সানীর পায়ে কামড় দেয়। তাৎক্ষণিক আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দেই। আজ সকালে সানী ঢাকায় ফিরে গেছে। বর্তমানে সে সুস্থ আছে।’
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ঘটনা পরবর্তী সময়ের একটি ভিডিও শেয়ার করেছেন ইকবাল। যেখানে দেখা যায়, পায়ে কাপড় বেঁধে বসে আছেন ওমর সানী। দেখে মনে হচ্ছে, কিছুটা অসুস্থ বোধ করছেন এই অভিনেতা।
উল্লেখ্য, ওমর সানী ছাড়াও ‘ডেডবডি’ সিনেমায় অভিনয় করছেন শ্যামল মাওলা, জিয়াউল হক রোশান, রাশেদ মামুন অপু, কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় এনি, মিষ্টি জাহানসহ অনেকে।
এসএ-০৬/১০/৩০ (বিনোদন ডেস্ক)