নিজের ফ্ল্যাট থেকে মালায়লম ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী রেঞ্জুষা মেননের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, আত্মহত্যা করেছেন অভিনেত্রী।
ফ্ল্যাটে স্বামীর সঙ্গেই থাকতেন রেঞ্জুষা। স্বামীও বিনোদনের ঙ্গে যুক্ত। অভিনেত্রীর রহস্যজনক মৃত্যুতে স্বামীকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেও বিষয়টি আরও পরিষ্কার হবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে অভিনেত্রীর মায়ের দাবি, বেশ কিছুদিন ধরে আর্থিক সংকটে ভুগছিলেন তিনি। তবে সেই কারণেই এমন সিদ্ধান্ত নিলেন কি না তা স্পষ্ট নয়।
বেশ কয়েক বছর ধরেই টেলিপর্দায় অভিনয় করছেন রেঞ্জুষা। অভিনয় করেছেন বেশ কিছু মালায়লম ছবিতেও। ‘এন্তে মাথাভু’, ‘মিসেস হিটলার’র মতো ধারাবাহিক থেকে জনপ্রিয়তায় আসেন অভিনেত্রী। শুধু তাই নয়, বেশ কিছু গেম শোয়ের সঞ্চালনাও করতে দেখা গিয়েছে তাকে।
এসএ-০৬/১০/৩১ (বিনোদন ডেস্ক)