ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমুর আকস্মিক মৃত্যুর খবরে শোকার্ত হয়ে পড়েছেন সহ-অভিনয় শিল্পীরা। প্রিয় তারকার এভাবে চলে যাওয়ার খবর যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই হিমুর মৃত্যুর খবরে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ নিজেদেরকে দোষারোপ করে আঙুলও তুলেছেন।
সেই আঙুল তোলার কারণ, বহুদিন ধরেই পর্দায় অনিয়মিত ছিলেন হিমু। সহশিল্পীরা অনেকেই মনে করছেন, তারকারা একে অন্যের পাশে না থাকার কারণে, খোঁজ না রাখার কারণেই এমন আকস্মিক মৃত্যু।
বিষয়টি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী বন্যা মির্জা। যেখানে তিনি বলতে চেয়েছেন, আমরা কে বা কয়জনের খোঁজ রাখি? তবুও সহকর্মীর মৃত্যুতে তার আত্মার শান্তি কামনা করতে পারবো না, এমনটা শুধুই নিষ্ঠুরতা।
বন্যা তার স্ট্যাটাসে লিখেছেন, আমরা কে কার খোঁজ রাখি! আমাদের একটা জীবনে কতশত মানুষের সাথে চলি, বলি। তবুও কি জানতে পারি তার সব কিছু? বা কোন কিছু?
এরপর এই অভিনেত্রী লেখেন, খোঁজ রাখা নিয়ে কথা যে কেউ বলতেই পারেন তার নিজের মতো করে। সহকর্মীর আত্মার শান্তি কামনা করতে পারবো না! এটা কেমন কথা! এসবই নিষ্ঠুরতা। অন্য কেউ খোঁজ নিলো কিনা তা না ভেবে নিজের কথা মনে করি, আমি কি করেছিলাম!
সর্বশেষ হুমায়রা হিমুকে নিয়ে তিনি লেখেন, হিমু জীবন ভালোবাসতো, নানা রকম গয়না বানানোর শখ ছিলো তার। সুন্দর করে নিজের বাড়িটিও সাজিয়েছিলো সে। নিজের মতো তার একটা জগৎ ছিলো। মৃতকে নিয়ে কটু কথা না বলে তাকে সন্মান জানান।
উল্লেখ্য, বুধবার বিকেলে ফ্যানের হ্যাঙ্গারে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয় অভিনেত্রী হুমায়রা হিমুর মরদেহ। প্রাথমিকভাবে তিনি আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছে পুলিশ।
এসএ-০৩/১১/০৩ (বিনোদন ডেস্ক)