বিগ বসে এসে ঝামেলা শুরু অঙ্কিতা-ভিকির দাম্পত্য জীবনে

‘বিগ বস্‌ ১৭’-এর ঘরে পা রাখার পর থেকে অঙ্কিতা লোখন্ডে ও ভিকি জৈনের দাম্পত্য জীবনে ঝামেলা শুরু হয়েছে। সালমন খানের রিয়েলিটি শোয়ে এসে একে অপরের সঙ্গে ঝগড়া করতেই ব্যস্ত তারা।

শুধু ঝগড়াতেই শেষ হচ্ছে না, একে অপরের প্রতি কটূক্তিও চলছে। দিন কয়েক আগে অঙ্কিতাকে ‘বিগ বস্‌’-এর ঘরের সব প্রতিযোগীদের সামনেই অপমান করেছিলেন ভিকি। এ বার ভিকিকে সেই অপমান সুদে-আসলে ফিরিয়ে দিলেন অঙ্কিতা।

সম্প্রতি ‘বিগ বস্‌’-এর ঘরে অন্য এক প্রতিযোগীর সঙ্গে কথা বলতে গিয়ে অঙ্কিতা বলেন, ভিকি তো কীট-পতঙ্গের মতো! মাথায় উকুন হলে যেমন ব্যথা হয়, ভিকি ঠিক সেই রকম। এক দিন আমি ওকে জীবন থেকে বার করে ফেলে দেব। ভিকি নিজেকে খুব ভালো ভাবে আড়াল করতে পারে। যখনই কোনও প্রসঙ্গ উঠবে, ও সেটা নিয়ে এত বকবক করে… ঘণ্টার পর ঘণ্টার ধরে বকতেই থাকে। বাড়িতে ভিকির সঙ্গে আমার ঝামেলা হলে আমি ওর গলার আওয়াজ সহ্যই করতে পারি না। ও এত জ্ঞান দিতে ভালোবাসে, আমি শুনতে শুনতে ক্লান্ত হয়ে যাই!

বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ভাঙার পরে ভিকির প্রেমে পড়েন অঙ্কিতা। ২০২১ সালে ভিকির সঙ্গে বিয়ে সারেন তিনি। ‘বিগ বস্‌’-এর চলতি সিজনে জুটি হিসাবে প্রবেশ করেছেন অঙ্কিতা এবং ভিকি। সেখানে পা রাখার পর থেকেই বড়সড় প্রশ্নের মুখে ভিকি এবং অঙ্কিতার সম্পর্ক। রীতিমতো ভাঙনের পথে তাদের দাম্পত্য। দিন কয়েক আগেই অঙ্কিতা জানান, যে বিয়ের পরেও একসঙ্গে থাকেন না তারা। ‘বিগ বস্‌’-এর ঘর থেকে বেরিয়ে কি পাকাপাকিভাবে ছাদও আলাদা হবে তাদের?

এসএ-০৯/১১/০৩ (বিনোদন ডেস্ক)