তিন বছর আগে নিজের বয়সের চেয়ে ১৫ বছরের ছোট রহমান শলের সঙ্গে প্রেমের খবর দিয়েছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা। দীর্ঘদিন প্রেমের পর ২০২১ সালে বিচ্ছেদের পথে হাঁটে এই জুটি।
এরপর গত দুই বছরে কোথাও একসঙ্গে দেখা যায়নি তাদের। তবে সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবারও একত্রিত হয়েছে ৪৭ বছর বয়সী সুস্মিতা ও ৩২ বছরের রহমান। সম্প্রতি প্রযোজক রমেশ তৌরানির দিওয়ালি পার্টিতে একসঙ্গে দেখা গেছে তাদের।
এদিন পার্টিতে হাতে হাত রেখে হাজির হয়েছিলেন তারা। সেখানেই পাপারাজ্জিদের ক্যামেরায় রহমানকে জড়িয়ে ছবি তোলার জন্য পোজ দেন সুস্মিতা।
কালো শাড়িতে সুস্মিতার লুক ছিল বরাবরের মতোই নজরকাড়া। অন্যদিকে, সাদা কুর্তা-পাজামা ও বেজ ব্লেজার পরে পোজ দিয়েছেন রহমান। সামাজিক মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে সেই ছবি।
জানা গেছে, শিগগিরই রহমানের সঙ্গে গাঁটছড়া বাঁধার পরিকল্পনা রয়েছেন সুস্মিতার। এমনকি অভিনেত্রীর মেয়েদেরও নাকি রহমানকে বেশ পছন্দ। তাই নিজেদের সম্পর্ককে বিয়েতে রূপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
এসএ-০৮/১১/০৮ (বিনোদন ডেস্ক)