সম্প্রতি একটি অনলাইন সেলিব্রেটি শো’তে হাজির হয়ে ঢাকাই সিনেমার অভিনেতা জায়েদ খানকে নিয়ে কথা বলেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।
যেখানে উপস্থাপকের কাছে তামিম জানতে চান, আপনারা তো অনেক শো করেছেন। কোন শো’টা বেশি ভালো হয়েছে? উপস্থাপক বারবার তামিমের মন রক্ষার্থে বলার চেষ্টা করছিলেন এই শো’টাই।
তখন তামিম বলেন, ‘আমারটা বাদ দিয়ে বলুন।’ উপস্থাপক এসময় দ্বিধা-দ্বন্দ্বে ভুগতে শুরু করেন। সেটা দেখে তামিম প্রশ্ন করেন, ‘কেন জায়েদ খান? জায়েদ খান ভাইয়ের?’ এবার উপস্থাপক বলেন, ‘হ্যাঁ হ্যাঁ জায়েদ খান। তিনি আমাদের সঙ্গে আনন্দ মজা করেছিলেন। আপনি শোটা দেখেছিলেন?’
উত্তরে তামিম বললেন, ‘হ্যাঁ, পুরো শো দেখার সুযোগ হয়নি। তবে ক্লিপস দেখেছি, তিনি তো নেচেছেন। এটা খুবই ভালো ছিল। মানুষ এসব শোগুলোতে আসেই বিনোদন নিতে। সেই জায়গা থেকে এটা বেশ ভালো ছিল। আর উনার ব্যাকগ্রাউন্ড এন্টারটেইনিং। বেশ ভালো।’
এসময় পাশ থেকে আরেকজন উপস্থাপক বললেন, ‘হ্যাঁ, উনার জন্য ডিগবাজি তো ডাউন টু উইকেট।’
এদিকে তামিমের মুখে নিজের প্রশংসায় জায়েদ খান বলেন, ‘তামিম ইকবালের কাছ থেকে প্রশংসা পাওয়া আমার জন্য অনেক সম্মানের। আমি আনন্দিত। উনি আমার খুব প্রিয় একজন খেলোয়াড়।’
এসএ-০৬/১১/১১ (বিনোদন ডেস্ক)