জীবনসঙ্গী হিসেবে যেমন ছেলে চান ইধিকা

পশ্চিমবঙ্গের এ প্রজন্মের নায়িকা ইধিকা পাল। তবে বাংলাদেশি সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়েছে এই নায়িকার। এবার জানা গেল, জীবনসঙ্গী হিসেবে কেমন ছেলে চান ইধিকা।

সম্প্রতি বাংলাদেশে এসে ব্যস্ত হয়ে পড়েছিলেন ইধিকা। দিন কয়েক আগেই রাজধানীর ধানমন্ডিতে একটি বিউটি ট্রিটমেন্টের শোরুম উদ্বোধন করেন ইধিকা। এ ছাড়া ফরিদপুরে নাকি একটি তথ্যচিত্র শুটিংয়েও অংশ নিয়েছেন তিনি।

বাংলাদেশে এসে রাজধানীর একটি বিলাসবহুল হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন ইধিকা। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় প্রেম করছেন কিনা?

এমন প্রশ্নের জবাবে ইধিকা বলেন, আমার জীবনে এখনও কেউ আসেনি। এলে ঘোষণা করব। প্রেম করার মতো এখন পর্যন্ত কাউকে খুঁজে পাইনি। ক্যারিয়ার নিয়ে একটু বেশি ভাবছি বলে হয়তো মাথায় আসেনি।

জীবনসঙ্গী হিসেবে কেমন মানুষ চান সেটা জানিয়ে ইধিকা বলেন, আমি চাই আমার প্রেমিক মন থেকে ভালো হোক, ভালো মানুষ- ভালো হোক এবং সবাইকে মন থেকে সম্মান করুক।

বাংলাদেশি প্রথম সিনেমায় অভিনয়ের পর এপারের আরও বেশ কিছু সিনেমায় কাজের বিষয়ে কথা চলছে ইধিকার। খুব শিগগিরই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি।

এসএ-১০/১১/১১ (বিনোদন ডেস্ক)