শাহরুখের বাড়িতে কেন ফুটবল তারকা বেকহ্যাম?
ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে ভারতে এসেছিলেন ইংল্যান্ডের ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম। তাঁর এই সফর নিয়ে বলিউড তারকাদের উন্মাদনা চোখে পড়ার মতো। ওয়াংখেড়ে গ্যালারিতে বসে উপভোগ করেছেন ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ। ম্যাচ শেষে সাবেক এই স্টাইলিশ ফুটবলার ছিলেন বলিউডে বিভিন্ন পার্টির মধ্যমণি। নিজেদের বাড়িতে তাঁর আগমণ উপলক্ষে পার্টি রেখেছিলেন অভিনেত্রী সোনম কাপুর ও তাঁর শিল্পপতি স্বামী আনন্দ আহুজা। সেই পার্টিতে হাজির হয়েছিলেন অর্জুন কাপুর, মালাইকা আরোরা, কারিশমা কাপুরের মতো তারকারা।
শুধু সোনমের বাড়িই নয়, মুম্বাইয়ে বেকহ্যাম ঢুঁ মেরেছেন অনেক জায়গায়ই। শুক্রবার নিজ দেশে ফিরে যান তিনি। তার আগে বৃহস্পতিবার রাতে শাহরুখের বাসভবন মান্নাতে যান এই ফুটবল তারকা।
বেকহ্যামকে আলাদাভাবে নিজের বাড়িতে নিমন্ত্রণ জানিয়েছিলেন বলিউড বাদশাহ। ফুটবল তারকার জন্য বাড়িতে বিশেষ পার্টির আয়োজন করেন তিনি। যদিও কারা উপস্থিত ছিলেন সেই পার্টিতে, কী কারণে এই পার্টি, সবটাই লোকচক্ষুর আড়ালেই রেখেছেন শাহরুখ।
অন্যদিকে, সোনমের বাড়ির পার্টির ছবি ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমে। সেই পার্টিতে বেকহ্যামকে ঘিরে ছিলেন বলিউডের তারকারা। কখনও দেখা গেছে, ফুটবল তারকার হাতে জড়ানো সাদা ফুলের মালা। কখনও আবার পানীয়ের গ্লাস। কখনও আবার তাঁকে জড়িয়ে ছবি তুলেছেন কারশিমা। এ ছাড়াও মুম্বাইয়ের মেটার (ফেসবুক) অফিসে সারা আলি খানের সঙ্গে দেখা যায় বেকহ্যামকে।
এক কথায়, বেকহ্যামের এই ভারত সফর কেটেছে ব্যাপক ব্যস্ততার মাঝে। গোটা ভারত যেন উন্মাদনায় মজেছিল তাঁকে পেয়ে।
এসএইচ-২০/১৭/২৩ (বিনোদন ডেস্ক)