ক্যাটরিনাকে নিয়ে টাইগার-৪ এর ঘোষণা দিলেন সালমান খান

টাইগার-৩ এর রেশ এখনো কাটেনি। মাত্র কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে টাইগার-থ্রি ছবি। বক্স অফিসে ভালোই ব্যবসা করছে যশরাজ স্পাই ইউনিভার্সের নতুন এই ছবিটি। এর মধ্যেই ঘোষণা দিলেন টাইগার ফোরের। সালমান জানান, টাইগার-৪ আসছে। আর সেখানেই টাইগার এবং জোয়া হয়ে ধরা দেবেন সালমান খান এবং ক্যাটরিনা কাইফ।

রোববার গোটা দেশ মজে ছিল ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচে। এদিন ভারতীয় ক্রিকেট টিমের অন্যতম সদস্য বিরাট কোহলির তুমুল প্রশংসা করেন ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনা এদিন বিরাটের প্রসঙ্গে বলেন, রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্য যে দিন থেকে বিরাট খেলা শুরু করেছে তবে থেকে আজ পর্যন্ত ওর গ্রাফটা দেখুন।

অন্যদিকে দেশ যখন বিশ্বকাপের ফাইনাল নিয়ে ব্যস্ত তখনই টাইগার ফ্র্যাঞ্চাইজির নতুন ছবির আভাস দিলেন ভাইজান। সালমান টাইগারের প্রসঙ্গ টেনে বলেন, আপনারা টাইগার-১ থেকে টাইগার-৩ দেখলেন তাও ৫৭ বছর বয়সে, এবার ৬০ বছর বয়সে টাইগার-৪ দেখার জন্য প্রস্তুত হন। অর্থাৎ আর তিন বছর পরই সালমান ৬০ এ পা দেবেন যখন তখন টাইগার ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবি আসবে। ভাইজান যখন এটি ঘোষণা করেন তখন তার কথায় রীতিমত চমকে ওঠেন ক্যাটরিনা। অবাক হয়ে তাকান তার দিকে।

এদিন সালমান এবং বিরাটের প্রসঙ্গে কথা বলতে গিয়ে ক্যাটরিনা মুগ্ধতার সঙ্গে জানান, তারা দুজনেই দারুণ ফিট। অনেকের অনুপ্রেরণাও যে নিজেদের কীভাবে ফিট রাখা উচিত সেটা নিয়ে। এদিন বিশ্বকাপে পরাজয়ের পর অনুষ্কা জাপটে ধরেছিলেন বিরাটকে। দিয়েছিলেন ভরসা। সেই মুহূর্তের ছবি পোস্ট করে তাদের বাহবা দেন ক্যাটরিনা। বলেন, ওরা একে অন্যের সব থেকে বড় সাপোর্ট। যখনই বিরাট খেলে তখনই অনুষ্কার মুখের একটা অনাবিল আনন্দ দেখা যায়। এটা ভীষণ ভালো লাগে দেখতে।

মণীশ শর্মা পরিচালিত এই ছবি ইতোমধ্যেই গ্লোবাল বক্স অফিসে ৩০০ কোটি পার হয়ে গেছে। তরণ আদর্শ জানিয়েছেন, ভারতীয় বক্স অফিসে এই ছবিটি ২১৪.২৫ কোটি টাকা আয় করেছে।ক্যাটরিনাকে নিয়ে টাইগার-৪ এর ঘোষণা দিলেন সালমান খান

টাইগার-৩ এর রেশ এখনো কাটেনি। মাত্র কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে টাইগার-থ্রি ছবি। বক্স অফিসে ভালোই ব্যবসা করছে যশরাজ স্পাই ইউনিভার্সের নতুন এই ছবিটি। এর মধ্যেই ঘোষণা দিলেন টাইগার ফোরের। সালমান জানান, টাইগার-৪ আসছে। আর সেখানেই টাইগার এবং জোয়া হয়ে ধরা দেবেন সালমান খান এবং ক্যাটরিনা কাইফ।

রোববার গোটা দেশ মজে ছিল ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচে। এদিন ভারতীয় ক্রিকেট টিমের অন্যতম সদস্য বিরাট কোহলির তুমুল প্রশংসা করেন ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনা এদিন বিরাটের প্রসঙ্গে বলেন, রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্য যে দিন থেকে বিরাট খেলা শুরু করেছে তবে থেকে আজ পর্যন্ত ওর গ্রাফটা দেখুন।

অন্যদিকে দেশ যখন বিশ্বকাপের ফাইনাল নিয়ে ব্যস্ত তখনই টাইগার ফ্র্যাঞ্চাইজির নতুন ছবির আভাস দিলেন ভাইজান। সালমান টাইগারের প্রসঙ্গ টেনে বলেন, আপনারা টাইগার-১ থেকে টাইগার-৩ দেখলেন তাও ৫৭ বছর বয়সে, এবার ৬০ বছর বয়সে টাইগার-৪ দেখার জন্য প্রস্তুত হন। অর্থাৎ আর তিন বছর পরই সালমান ৬০ এ পা দেবেন যখন তখন টাইগার ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবি আসবে। ভাইজান যখন এটি ঘোষণা করেন তখন তার কথায় রীতিমত চমকে ওঠেন ক্যাটরিনা। অবাক হয়ে তাকান তার দিকে।

এদিন সালমান এবং বিরাটের প্রসঙ্গে কথা বলতে গিয়ে ক্যাটরিনা মুগ্ধতার সঙ্গে জানান, তারা দুজনেই দারুণ ফিট। অনেকের অনুপ্রেরণাও যে নিজেদের কীভাবে ফিট রাখা উচিত সেটা নিয়ে। এদিন বিশ্বকাপে পরাজয়ের পর অনুষ্কা জাপটে ধরেছিলেন বিরাটকে। দিয়েছিলেন ভরসা। সেই মুহূর্তের ছবি পোস্ট করে তাদের বাহবা দেন ক্যাটরিনা। বলেন, ওরা একে অন্যের সব থেকে বড় সাপোর্ট। যখনই বিরাট খেলে তখনই অনুষ্কার মুখের একটা অনাবিল আনন্দ দেখা যায়। এটা ভীষণ ভালো লাগে দেখতে।

মণীশ শর্মা পরিচালিত এই ছবি ইতোমধ্যেই গ্লোবাল বক্স অফিসে ৩০০ কোটি পার হয়ে গেছে। তরণ আদর্শ জানিয়েছেন, ভারতীয় বক্স অফিসে এই ছবিটি ২১৪.২৫ কোটি টাকা আয় করেছে।

এসএ-০১/১১/২১ (বিনোদন ডেস্ক)