ওমরাহ পালনে সৌদি আরবে শাকিব খান

ওমরাহ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে রওনা দিয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান।

মঙ্গলবার দুপুরে একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি মক্কার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

ওমরাহ পালন শেষে আগামী সপ্তাহে ঢাকায় ফেরার কথা রয়েছে এই নায়কের। ঢাকায় ফিরে তিনি অনন্য মামুন পরিচালিত প্রথম প্যান ইন্ডিয়ান ‘দরদ’ সিনেমা ডাবিংয়ে অংশ নিতে ভারতে যাবেন।

সেখান থেকে ফিরে হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ সিনেমার শুটিং করবেন। ইতোমধ্যে সিনেমাটির বাংলাদেশের অংশের শুটিং অনেকটাই শেষ হয়েছে। জানুয়ারির শেষে আমেরিকায় যাবেন শাকিব খান।

গেল বছর শাকিব খান দুটি সিনেমায় অভিনয় করে আলোচনায় ছিলেন। একটি তপু খান পরিচালিত ‘লিডার: আমিই বাংলাদেশ’। অন্যটি হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’।

এসএ-০১/০৩/২৪(বিনোদন ডেস্ক)