যে কারণে অনেক বন্ধু হারিয়েছেন মিমি চক্রবর্তী

সত্য বলার কারলে অনেক বন্ধু হারিয়েছেন বলে জানালেন টলিউডের জনপ্রিয় ও গুণী অভিনেত্রী মিমি চক্রবর্তী। শোবিজে স্পষ্টবক্তা হিসেবে পরিচিতি রয়েছে তার। আজ শুক্রবার ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এ মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব সিরিজ ‘যাহা বলিব সত্য বলিব’। এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

যদি সাক্ষাৎকার শুরু করার আগে শপথ নিতে হতো ‘যাহা বলিব সত্য বলিব’, তা হলে মিমি চক্রবর্তী কতটা বিপদে পড়তেন?- আনন্দবাজারের করা এমন প্রশ্নের জবাবে মিমি বলেন, ‘আমার কোনো অসুবিধাই হত না। আমি তো সত্যিটাই বলতে চাই সব সময়। সেই কারণে এত লোকের চক্ষুশূল হয়ে যাই যে, বেশির ভাগ সময়ে সেটাই বিপদ হয়ে যায়। আমাকে তো লোকে বলে, ‘‘মিমি, তুই এ বার একটু সত্যি কথা বলা বন্ধ কর। সব দিক বাঁচিয়ে বুঝেশুনে কথা বলতে শেখ।’’ আর সেটাই আমি পারি না।’

তিনি বলেন, ‘ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় সত্যি বলতে, কিন্তু সব সময় বলা যায় না। কখনো কখনো খুব ইচ্ছে করে মুখের ওপর কাউকে বলে দিই, ‘‘তোমার এই জিনিসটা আমার মোটেই ভালো লাগে ন’’। কিন্তু সেটা তো সম্ভব নয়।’

সত্যি বলে কখনো বড় বিপদে পড়েছেন- এমন প্রশ্নের জবাবে মিমি বলেন, ‘আমি সত্যি বলে যে জীবনে কত বন্ধু হারিয়েছি, তার কোনো হিসাব নেই। আসলে তারা সবাই তেল মারায় অভ্যস্ত। তাই সত্যি বলায় তাদের শত্রু হয়ে গিয়েছিলাম।’

বন্ধুর সংখ্যা কমে যাওয়ায় আপনার আফসোস হয়?- এমন প্রশ্নে অভিনেত্রী বলেন, ‘একেবারেই না। এটাই অনেক ভালো। যারা সত্যি কথা বললে চলে যায়, তারা তো কখনোই আমার বন্ধু ছিল না। যারা থেকে গিয়েছে, তারা সারাজীবন থাকবে। অনেকেই মুখে বলবে, ‘‘আমায় কিন্তু সব সত্যি বলবি’। কিন্তু যেই বললাম, তখন তারা আর নিতে পারে না। তাদের আমার প্রয়োজন নেই। বন্ধুরা তো সাফল্যে খুশি হবে, বাহবা দেবে। যদি ঈর্ষা করে, তা হলে আর কিসের বন্ধু! আমার জীবনে খুব কম মানুষ রয়েছে, যারা আমায় নিয়ে গর্বিত। কিন্তু এই বন্ধুরা আছে বলে আমিও খুব গর্বিত।’

এসএ-০৯/০৫/২৪(বিনোদন ডেস্ক)