উৎসবমুখর পরিবেশে ভোট দিলেন তারকারা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারকাদের জমজমাট আসর চোখে পড়ার মতো। ভোট দিয়ে বৃদ্ধাঙ্গুলের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তারকারা।
ফেরদৌস আহমেদ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। রোববার (৭ জানুয়ারি) সকাল দশটার কিছু আগে ভাষানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। ভোট দেয়া শেষে ফেরদৌস বলেন, নৌকার বিজয় সুনিশ্চিত।
সারা যাকের: গুণী অভিনেত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সারা যাকের দুই সন্তানকে নিয়ে ভোট দিতে গিয়েছিলেন বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজ এর কেন্দ্রটিতে। দুই সন্তানের সাথে একটি ছবি পোস্ট করে সারা যাকের লিখেন, “মিসিং ইউ আলী যাকের। তুমি আমাদের সবাইকে ভোট এর ব্যাপারে উদ্বুদ্ধ করেছ! ভোটার হিসেবে আমরা আমাদের অধিকার প্রয়োগ করছি। আমার ভোট আমি দেবো!”
শাকিব খান: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন চিত্রনায়ক শাকিব খান। মাকে নিয়ে ভোট দেয়ার উদ্দেশে গুলশান মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে মাকে নিয়ে উপস্থিত হন এই সুপারস্টার। রোববার (৭ জানুয়ারি) বেলা তিনটার দিকে নিজের ভোটকেন্দ্রে যান তিনি। শাকিব খান ও তার পরিবার ঢাকা-১৭ আসনের ভোটার।
জয়া আহসান: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ভোট দিয়েছেন। মাকে সঙ্গে নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে বারিধারার একটি ভোটকেন্দ্রে যান তিনি। জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বারিধারা এলাকার বাসিন্দা। ঢাকা-১৭ আসনের ভোটার তিনি। ভোট দেয়ার পরই নিজের ফেসবুক পেজে ভোট দেয়ার প্রমাণ আঙুলের কালির দাগের একটি ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন জয়া।
তারিন জাহান: অভিনেত্রী তারিন জাহান তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট দিয়ে হাতের অমোচনীয় কালি প্রদর্শন করা ছবি তার ফেসবুকে পোস্ট করেছেন এ অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘আমি আমার ভোট দিয়েছি, আপনি?’
মেহের আফরোজ শাওন: ঢাকা ১০ আসনের ভোটার অভিনেত্রী মেহের আফরোজ শাওন। এদিন সকাল সকালে তিনি ধানমন্ডি সরকারি উচ্চবিদ্যালয়ে গিয়ে ভোট দিয়েছেন। একটি ছবি পোস্ট করে শাওন লিখেছেন, “ভোট দিয়ে আসলাম। সেই সঙ্গে হ্যাশট্যাগে লিখেছেন, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’।”
অপু বিশ্বাস: অপু বিশ্বাস ভোট দেয়ার পর তিনশ ফিটে গিয়েছেন শেখ হাসিনা স্মরণীতে।
সোহানা সাবা: ঢাকা-১০ আসনের ভোটার অভিনেত্রী সোহানা সাবাও। এই আসনে সহ-অভিনেতা ফেরদৌস নির্বাচন করছেন। তারপক্ষেই শুরু থেকেই প্রচারণায় ছিলেন সাবা। ভোটের দিন সকালেও এই অভিনেত্রী তার ছেলে শুদ্ধর সঙ্গে ফেরদৌসের একটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘মামা আজকে জিতবেই জিতবে।’ দুপুরে আরেকটি ছবি পোস্ট করেন সাবা। যেখানে ভোটের কালি লাগানো আঙুলের ছবিও স্পষ্ট। লিখেছেন, ‘ডান’।
আশনা হাবিব ভাবনা: ঢাকা-১০ আসনের ভোটার চিত্রনায়িকা আশনা হাবিব ভাবনা। প্রথমবারের মতো সহকর্মীকে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত তিনি। অনুভূতি ব্যক্ত করে ভাবনা বলেন, খুবই ভালো লাগছে। কারণ, প্রথমবারের মতো আমার সহকর্মীকে ভোট দিয়েছি। আমার আসনে আছেন প্রিয় ফেরদৌস ভাই। ইনশাল্লাহ ফেরদৌস ভাই এমপি হবেনই।
মমতাজ: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন মমতাজ। মানিকগঞ্জ-২ আসনেই ভোটযুদ্ধে লড়ছেন তিনি। আওয়ামী লীগের প্রার্থী হয়ে তৃতীয়বারের মতো ভোটযুদ্ধে নেমেছেন তিনি।
তাপস-মুন্নী: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে গুলশান ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছিলেন গান বাংলা চ্যানেলের কর্ণধার কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী ফারজানা মুন্নী। নির্বাচন প্রসঙ্গে শোবিজ পাড়ার জনপ্রিয় এ তারকা দম্পতি জানান, ভোট এলে জনগণের উৎসব। এ উৎসবে জনগণই ঠিক করে দেয়, ভবিষ্যতে তাদের হয়ে দেশের হাল কে ধরবেন।
পূজা সেনগুপ্ত: ভোট দিয়েছেন নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত। তিনি ঢাকা- ৮ আসনের ভোটার, ইস্কাটন গার্ডেন স্কুল ভোটকেন্দ্রে দুপুর ২টার দিকে ভোট দিয়েছেন পূজা। সবকিছু শান্তিপূর্ণ আর সুশৃঙ্খল ছিল বলে তিনি জানিয়েছেন।
এসএ-০৩/০৭/২৪(বিনোদন ডেস্ক)