জানতাম বাকি জীবনটা তোমার সঙ্গেই কাটবে, কাকে লিখলেন আরবাজ

গত ২৪ ডিসেম্বর দ্বিতীয় বিয়ে করে সবাইকে অবাক করে দিয়েছিলেন বলিউড বাদশা সালমান খানের ভাই আরবাজ খান। নতুন করে সংসার পাতার পর আরবাজ যে নিজেকে গুছিয়ে নিয়েছেন তার প্রমাণও মিলেছে। বৃহস্পতিবার অভিনেতার স্ত্রী সুরা খানের জন্মদিন। বিশেষ দিনে স্ত্রীকে বিশেষ শুভেচ্ছাবার্তা জানালেন ‘দাবাং’য়ের অভিনেতা।

স্ত্রীর জন্মদিনে সামাজিকমাধ্যমে সুরার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছেন আরবাজ। তাতে আরবাজ লিখেছেন, ‘প্রিয়তমা সুরা, তোমায় জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো আর কেউ আমাকে হাসাতে পারে না। তুমিই আমার জীবনকে আলোয় ভরিয়ে তুলেছ।’

তিনি আরও লেখেন, ‘তোমার সঙ্গেই যেন আমি বার্ধক্যে প্রবেশ করি। প্রথম দিন থেকেই জানতাম বাকি জীবনটা তোমার সঙ্গেই কাটাব। তুমি তোমার সৌন্দর্য এবং ভালোবাসার মাধ্যমে আমাকে আপ্লুত করতে থেকো।’

অভিনেতার পোস্টের নিচে ভালোবাসার ইমোজি দিয়ে ভরিয়ে তুলেছেন সুরা। বলিউডের বিশিষ্টরাও সুরাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

বিয়ের মাত্র ৫দিন আগে সুরাকে প্রেম নিবেদন করেন আরবাজ। কিন্তু তাদের চারহাত এক হওয়ার পর থেকেই নবদম্পতিকে নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে। সামাজিকমাধ্যমে ধেয়ে এসেছে কটাক্ষ। কখনও শোনা গিয়েছে, আরবাজ আর প্রাক্তন স্ত্রী মালাইকা অরোরাকে ইনস্টাগ্রামে অনুসরণ করছেন না। আবার বাবার বিয়েতে উপস্থিত থাকার জন্য পুত্র আরহানকেও কটাক্ষ সহ্য করতে হয়েছে। কিন্তু সমালোচনাকে পাত্তা দিতে নারাজ দম্পতি। জীবনে সুরার প্রবেশের পর আরবাজ যে এখন নিজেকে অনেকটাই গুছিয়ে নিয়েছেন, তা এক প্রকার স্পষ্ট।

এসএ-১০/১৯/২৪(বিনোদন ডেস্ক)