চলতি মাসের শুরুতেই নিজের বিয়ের খবর জানান ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। ফেসবুকে স্ত্রীর সঙ্গে ছবি প্রকাশ করেই ভক্তদের সুখবরটি শেয়ার করেন তিনি।
যদিও সে সময় স্ত্রীর নাম-পরিচয় গোপন রেখেছিলেন এই অভিনেতা। এমনকি নববধূর সঙ্গে ছবি প্রকাশ করলেও সেখানে স্পষ্ট বোঝা যায়নি জোভানের স্ত্রীর চেহারা। যেন অভিনেতা নিজেই চেয়েছিলেন, স্ত্রীকে আড়ালে রাখতে।
বিয়ের পর আরও বেশি আড়ালে চলে যান জোভান। সংবাদমাধ্যমও এড়িয়ে চলেছেন তিনি। এরই মধ্যে শনিবার সন্ধ্যায় ফেসবুকে স্ত্রীর সঙ্গে ৩৭ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন এই অভিনেতা।
যেখানে দেখা গেছে, স্ত্রীর হাত ধরে হাঁটছেন জোভান। ভিডিওর ব্যাকগ্রাউন্ড সাউন্ডে বাজছে জোভানের একটি নাটকের গান, ‘কোনো এক সকালে তোকে প্রথম দেখেছি, মনের এই গভীরে তোকে আমার করেছি।’ আর ভিডিওতে লেখা আছে জোভান ও নির্জনার গল্প আসছে।
জানা গেছে, জোভানের স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা। তার বাড়ি পুরান ঢাকায়। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি। বিয়ের আগে থেকেই জানাশোনা ছিল দুজনের। তবে বিয়ের আয়োজন পারিবারিকভাবেই করা হয়েছে।
তবে এসবই জোভানের ঘনিষ্ঠজনদের কাছ থেকেই জানা গেছে। কারণ এই অভিনেতা শুরু থেকেই তার বিয়ে নিয়ে নিশ্চুপ। এমনকি ছবির পর ভিডিও প্রকাশ করলেও সেখানে স্ত্রীকে আড়ালে রাখারই চেষ্টা করেছেন তিনি।
এসএ-০৭/২০/২৪(বিনোদন ডেস্ক)