গতকাল সোমবার বলিউড যখন রামমন্দির উদ্বোধনের আনন্দে মাতোয়ারা, সেই সময় অসুস্থ হয়ে পড়েন সাইফ আলী খান। তড়িঘড়ি করে এই অভিনেতাকে ভর্তি করা হয় মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে। সঙ্গে সঙ্গে অস্ত্রোপচার করা হয় সাইফের।
জানা যায়, শুটিং করতে গিয়ে হাঁটুতে ও কনুইয়ের পুরোনো আঘাত বেড়ে যায়। অসহ্য যন্ত্রণা শুরু হতেই এই অভিনেতাকে ভর্তি করা হয় হাসপাতালে। অবশ্য ২৪ ঘণ্টার মধ্যেই ছাড়া পেয়ে যান সাইফ। আজ মঙ্গলবার বাড়ি ফিরেছেন তিনি। শুধু তাই নয়, এই মুহূর্তে ‘দেবারা’ সিনেমার শুটিংয়েও অংশ নিয়েছেন এই অভিনেতা।
সাইফ আলী খান বলেন, ‘এই আঘাত ও পরে অস্ত্রোপচারের মতো বিষয়গুলো আমাদের কাজেরই অংশ। এটা আমাদের কাছে খানিকটা পোশাক পরা ও পোশাক ছিঁড়ে যাওয়ার মতন ঘটনা। সঠিক সময়ে অস্ত্রোপচার হওয়ায় আমি খুব খুশি। যারা এই সময় পাশে ছিলেন তাদের ধন্যবাদ।’
সাইফকে সবশেষ পর্দায় দেখা গিয়েছে ‘আদিপুরুষ’ সিনেমায়। যদিও সেই সিনেমায় রাবণের চরিত্রে অভিনয় করে হাসির খোরাক হন তিনি। এই অভিনেতা এখন ব্যস্ত ‘দেবারা’র শুটিংয়ে।
এসএ-০৩/২৩/২৪(বিনোদন ডেস্ক)