কিছুই না কি ভালো নেই আর তাদের মধ্যে। সম্পর্ক না কি পৌঁছে গেছে একেবারে তলানিতে। বলিউডে গত বেশ কিছু সময় ধরেই ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনকে নিয়ে শোনা যাচ্ছে এমনটাই। এরই মধ্যে সোমবার (৫ ফেব্রুয়ারি) ছিল অভিষেক বচ্চনের জন্মদিন। ৪৮ বছর পূর্ণ করলেন তিনি।
জন্মদিনে ঐশ্বরিয়া তাকে শুভেচ্ছা জানাবেন না কি এড়িয়ে যাবেন, সকাল থেকে সবার নজর ছিল সেদিকেই। অবশেষে এল সেই প্রতীক্ষিত পোস্ট। স্বামীর জন্মদিনে পোস্ট করলেন ঐশ্বরিয়া। সঙ্গে লিখলেন কিছু কথা।
দু’টি ছবি পোস্ট করেছেন ঐশ্বরিয়া। একটি অভিষেকের ছোটবেলার ছবি ও অন্যটি তার, আরাধ্যা ও অভিষেকের ছবি।
শেয়ার করে ঐশ্বর্যা লেখেন, তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই। সঙ্গে চেয়ে নিই সুখ, ভালবাসা, শান্তি আর সুস্বাস্থ্য। ঈশ্বর তোমাকে ভালো রাখুন। তুমি আরও অনেক উজ্জ্বল হও।
গত বেশ কিছু মাস ধরে বলিউডে গুঞ্জন ঘুরে বেড়াচ্ছে যে, কিছুই না কি ঠিক নেই অভিষেক ও ঐশ্বরিয়ার মধ্যে। এটিও শোনা যাচ্ছে যে, মেয়ে আরাধ্যাকে নিয়ে না কি মায়ের কাছে থাকতে শুরু করেছেন ঐশ্বরিয়া। যদিও এই পোস্টটি যে ওই সব গুঞ্জনের উড়িয়ে দিল, তেমনটাই মনে করছেন ভক্তরা।
এসএ-০২/০৬/২৪(বিনোদন ডেস্ক)