বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের শুরু থেকেই দারুণ ছন্দে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
বিপিএলের চলতি আসরে ধারাবাহিক (আট ম্যাচে দুই ফিফটিতে ১৮৪ রান করেন) পারফর্ম করে বিশ্বকাপে বাংলাদেশের বড় ভরসা হয়ে আছেন রিয়াদ।
গতকাল ফরচুন বরিশালের হয়ে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৪৭ বলে রিয়াদ করেছেন ৭৩ রান। এদিন অবশ্য আরেক ক্রিকেটার সৌম্য সরকারও করেছেন ৭৫ রান। আর এই দুই তারকার ব্যাটে ভর করে বড় জয় পেয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বরিশাল।
খেলা শেষে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ রিয়াদের প্রশংসা করেছেন ওয়েষ্ট ইন্ডিজের তারকা পেসার ওবেদ ম্যাককয়ভ। এই তারকা বোলার বলেন, ‘আমার মনে হয় তখন উইকেট অত বেশি বাউন্সি ছিল না। রিয়াদ-সৌম্য স্মার্ট ক্রিকেট খেলেছে। তারা লেন্থ বলের জন্য অপেক্ষা করেছে। পায়ের ব্যবহার করেছে ভালোভাবে। বোলারদের চাপে রেখেছে। এর ফলে তারাই এগিয়ে যেতে পেরেছে বোলারদের চেয়ে। দারুণ ক্রিকেটীয় সব শট খেলেছে তারা।’
তিনি আরও বলেন, ‘প্রথম বল থেকেই মজা করেছি আমি। আমি কোনো চাপ অনুভব করিনি। ইতিবাচক চিন্তা করেছি। একেক ব্যাটারের একেক ধরন থাকে খেলার। আমি বোলার হিসেবে ভিন্ন ধরনের স্কিল রপ্ত করেছি। আমার মনে হয় উইকেটের মূল্যায়ন করে নিজের বৈচিত্র্য আর গতি কাজে লাগিয়ে বল করাটাই ভালো।’
মাহমুদউল্লাহর প্রশংসা করে বিদেশি এই তারকা বলেন, ‘রিয়াদ শুরুতে ভালো করেছে এবং ওর তো আসলে প্রমাণ করার কিছু নেই। কারণ অনেক খেলোয়াড় আছে যারা অনেক দিন ধরে খেলে আসছে, তারা অটোমেটিক চয়েজ।’
মাহমুদউল্লাহর টি-টোয়েন্টি দলে ফেরা নির্ভর করছে কোচ-অধিনায়কের ওপর এমনটাই বলছেন আকরাম- ‘এখন এটা নির্ভর করছে সিলেক্টর, কোচ ক্যাপ্টেন ওদের ওপর। ওরা কী ধরনের খেলোয়াড় চায়, কোন পজিশনে কী ধরনের খেলোয়াড় ওদের দরকার- এটা ওদের ব্যাপার। কিন্তু সে ভালো খেলোয়াড় কোনো সন্দেহ নেই। ওর যে স্ট্যাট আছে, সেটা আপনি টি-টোয়েন্টি বলেন কিংবা ওয়ানডে, বাংলাদেশের জন্য সে যথেষ্ট পারফর্ম করেছে।’
এসএ-০৬/১০/২৪(স্পোর্টস ডেস্ক)