শিল্পী সমিতির বনভোজনে দাওয়াত না পেয়ে ক্ষোভ জায়েদ খানের

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আয়োজনে বার্ষিক বনভোজনে দাওয়াত পাননি সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

জায়েদ খান বলেন, ‘আমি তিন তিনবার নির্বাচিত সাধারণ সম্পাদক। অথচ শিল্পী সমিতির পিকনিকে আমাকে কোনো কার্ড পাঠানো হয়নি। এমনকি কেউ ফোন দিয়েও পিকনিকের বিষয়ে আমাকে বলেনি। বিষয়টি সংকীর্ণ মানসিকতার পরিচয় দেয় বর্তমান কমিটির।’

এর পেছনে শিল্পী সমিতিদের নেতাদের ব্যর্থতাকে দায়ী করেছেন অভিনেতা। তিনি বলেছেন, ‘যদিও এই কমিটি গত দুই বছর ধরে কোনো কাজ করেনি। একটা পিকনিক আয়োজন করেছে, সেখানেও আমাকে কার্ড পাঠাতে পারত। সেটা করেনি তারা। এটাকে তাদের ব্যর্থতা বলব আমি।’

শনিবার (২ মার্চ) ঢাকার অদূরে আশুলিয়ার পিয়াংকা শুটিং হাউজে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হচ্ছে। যেখানে বর্তমান সমিতির অনেকেই অংশ নিয়েছেন।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বনভোজন নিয়ে নানা অনিয়মের অভিযোগও দেখা যাচ্ছে। বর্তমান সমিতির নেতাদের উপস্থিত না হওয়া নিয়েও সমালোচনা করেছেন অনেকে।

এসএ-০৪/০২/২৪(বিনোদন ডেস্ক)