জুতা বিক্রেতার হাতে হেনস্তা, বিদিপ্তার তিক্ত অভিজ্ঞতা ফাঁস

ভারতীয় অভিনয় শিল্পীদের ঝুলিতে এখন শুধু যৌন হেনস্তার অভিযোগ। অতীতে তাদের সঙ্গে ঘটে যাওয়া বহু কালো ঘটনা একে একে আসছে প্রকাশ্যে। কেউ কর্মসূত্রে, আবার কেউ ব্যক্তিগত জীবনে হয়েছেন হেনস্তার শিকার। এদিকে বিভিন্ন ইন্ডাস্ট্রির কেলেঙ্কারিও ফুটে উঠছে। চারিদিকে এত এত শিল্পীদের যৌন হেনস্তার অভিযোগের মাঝে এবার এক তিক্ত অভিজ্ঞতা ফাঁস করলেন অভিনেত্রী বিদিপ্তা চক্রবর্তী।

আর জি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রথম সারিতে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন বিদিপ্তা। তার রাজ্য তথা দেশের বর্তমান পরিস্থিতিতে বিচলিত অভিনেত্রী। সেই আবহের মাঝেই জানালেন তার মেয়েবেলায় ঘটা এক ভয়ঙ্কর অভিজ্ঞতা।

সম্প্রতি শ্রীময়ী পিউ-এর পডকাস্টে হাজির হয়েছিলেন বিদিপ্তা। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘স্কার্ট পরে বাবার সঙ্গে জুতো কিনতে গিয়েছি। যে লোকটি আমাকে জুতো দেখাচ্ছে, তার হাতটা কিন্তু আমার স্কার্টের নীচ দিয়ে… আতঙ্কে কাঁপছি কিন্তু বলতে পারছি না। এটা তো ছোটবেলায় হয়েছে।’

অভিনেত্রী বলেন, ‘সেই সময় গলা ফাটিয়ে কিছু বলা যেত না, অস্বস্তি কাজ করত। তবে সময়ের সঙ্গে পরিস্থিতিতে বদল এসেছে। কিন্তু তাও সমাজ বদলায়নি।’

বিদিপ্তা বলেন, ‘শুধু জাস্টিস চাই বললেই হবে না, সিস্টেমে বদল আনতে হবে। গোড়ায় গলদ থাকলে তো আর সমাজ বদলাবে না।’

টালিউডের যৌন হেনস্থার প্রসঙ্গ এখন আলোচনায়। এর পেছনে রয়েছে মালয়ালম ছবির জগতে ঘটে যাওয়া যৌন হেনস্থা নিয়ে হেমা কমিটির রিপোর্ট।

সম্প্রতি বিদিপ্তার স্বামী বিরসাও যৌন হেনস্থা প্রসঙ্গে মুখ খোলেন। তিনি বলেন, ‘আমাদের সমাজের আশেপাশেই অনেক বিকৃত ভাবনার লোকজন লুকিয়ে থাকে, তাদের খুঁজে বের করাটাই বড় চ্যালেঞ্জ। কারণ বন্ধু কিংবা আত্মীয়র মুখোশ ধরেই সেসব বিকৃত মানসিকতার লোক কোপ বসায়।’

এসএ-০২/৩১/২৪(বিনোদন ডেস্ক)