ঐশ্বর্যর মান ভাঙাতে ১০ ফ্ল্যাট কিনলেন অভিষেক!

সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়েই নাকি বচ্চন পরিবারের অন্দরে অশান্তি তুঙ্গে। মেয়েকে শ্বেতা নন্দাকে বিলাসবহুল বাংলো ‘প্রতীক্ষা’ উপহার দেওয়াতেই নাকি বেজায় চটেছেন বচ্চনদের পুত্রবধূ ঐশ্বরিয়া রাই। শোনা যায়, এসব নিয়ে ননদ শ্বেতা ও শাশুড়ি জয়ার সঙ্গে কোন্দলের কারণেই নাকি ঐশ্বরিয়া বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন!

তবে এসব ঘটনার সত্যি-মিথ্যা নিয়ে বচ্চনরা মুখে কুলুপ আঁটলেও অভিষেক-ঐশ্বরিয়ার দাম্পত্যে চিড় ধরার খবর নতুন নয়। এবার জানা গেল, ডিভোর্সের গুঞ্জনের মাঝেই দশটি ফ্ল্যাট কিনেছেন অভিষেক বচ্চন। এসব ক্রয় করতে বাবা অমিতাভই অবশ্য ছেলেকে অর্থসাহায্য করেছেন।

জানা যায়, বাবা অমিতাভের সঙ্গে যৌথ উদ্যোগে কয়েক কোটি টাকা খরচ করে মুম্বাইয়ের মালান্দ অঞ্চলে বিলাসবহুল দশটি ফ্ল্যাট কিনেছেন অভিষেক। যার জেরে বচ্চনদের মোট সম্পত্তির খতিয়ান যে উর্ধ্বমুখী হয়েছে, তা বলাই যায়।

জমি রেজিস্ট্রারের তথ্য অনুযায়ী, চলতি বছরে তাদের রিয়েল এস্টেটের ব্যবসা ১০০ কোটি ছুঁয়েছে। ওবেরয় রিয়ালটি প্রিমিয়াম রেসিডেনশিয়াল প্রজেক্ট, এটারনিয়াতে ওই দশটি অ্যাপার্টমেন্ট কিনেছেন অমিতাভ-অভিষেক। এগুলোর মধ্যে আটটি ফ্ল্যাট ১০৪৯ বর্গফুটের। আর বাকি দুটি তুলনামূলক ছোট। সেগুলো ৯১২ স্কোয়ার ফুটের। এই দশটির মধ্যে ৬টি অ্যাপার্টমেন্টই অভিষেক বচ্চন নিজের টাকায় কিনেছেন। যার জন্য তার ১৪.৭৭ কোটি টাকা খরচ হয়েছে।

অন্যদিকে অমিতাভ ১০.১৮ কোটি টাকায় বাকি চারটি অ্যাপাওর্টমেন্ট কিনেছেন। পিতা-পুত্র মিলে দেড় কোটি টাকা খরচ করেছেন স্ট্যাম্প ডিউটির জন্য। সবমিলিয়ে প্রায় ২৫ কোটি টাকা খরচ হয়েছে বচ্চনদের।

এবার প্রশ্ন, নিজেদের সম্পত্তি বৃদ্ধির পাশাপাশি কি অভিষেকের এই ৬টি অ্যাপার্টমেন্ট কেনার নেপথ্যে স্ত্রী ঐশ্বরিয়ার মান ভাঙানোর কারণ রয়েছে?

বলিউডপাড়ার কয়েকটি সূত্রে জানা গেছে, পরিবারে সম্পত্তির ভাগ ছাড়াও জুনিয়র বচ্চন নাকি ‘দশভি’ শুটিংয়ের সময়ে নিমরত কৌরকে মন দিয়ে ফেলেছিলেন। তৃতীয় জনের প্রবেশের কথা জানতে পেরেই মেয়ে আরাধ্যাকে নিয়ে বাপের বাড়ি চলে যান ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে আম্বানিদের অনুষ্ঠানের ‘পিকচার পারফেক্ট’ ফ্রেমেই ধরা দিয়েছেন তারা।

এসএ-০৩/১০/২৪(বিনোদন ডেস্ক)