নায়িকার মুখের গন্ধে গা গুলিয়ে উঠেছিল ববির

বলিউড অভিনেতা ববি দেওল একটা গানের শুটিং করছিলেন অভিনেত্রী মনীষা কৈরালার সঙ্গে। সেখানে গানের শুট করতে গিয়ে এমন বিপাকে পড়েছিলেন অভিনেতা, যা ভাষায় প্রকাশ করার মতো নয়।

যদিও একটি সিনেমার চিত্রনাট্যের প্রয়োজনে অভিনেতা-অভিনেত্রীদের অনেক সময়েই কাছাকাছি আসতে হয়। সে কারণে ছবির প্রয়োজনে নায়িকার সঙ্গে একটি গানে ঘনিষ্ঠ হতে হয় ববি দেওল ও মনীষাকে। সেখানেই তিনি বিড়ম্বনার মুখোমুখি হন। শুটিংয়ে ঘনিষ্ঠতার দৃশ্য ধারণ করতে গিয়ে নায়িকার মুখের গন্ধে গা গুলিয়ে উঠেছিল ববি দেওলের।

সম্প্রতি একটি ভারতীয় গণমাধ্যমে অভিনেতা জানান, এমন পরিস্থিতি তৈরি হয়েছিল অভিনেত্রী মনীষা কৈরালার সঙ্গে একটি গানের শুটিংয়ে। মনীষার সঙ্গে ঘনিষ্ঠ হবেন ববি। অভিনেত্রী ববির গালে কামড় বসাবেন। সেই মতো তারা দুজনে কাছাকাছি এসেছেন। কিন্তু যেই না মনীষা নিজের মুখ ববির কাছে এনেছেন, তার তো গা গুলিয়ে বমি আসার মতো অবস্থা।

ববি দেওল বলেন, মনীষার মুখে তীব্র পেঁয়াজের গন্ধ ছিল, যাতে তার গা গুলিয়ে ওঠে। তিনি বলেন, জানতে পারি— গানের দৃশ্য শুট করার আগে মনীষা পেঁয়াজ দিয়ে চাটনি খেয়েছিল। সে কারণে আমার মুখের কাছে এসে গালে কামড় দিতেই গন্ধটা পাই। আর এতেই আমার বমি হওয়ার উপক্রম হয়।

এসএ-০৩/১১/২৪(বিনোদন ডেস্ক)