প্রায় ১৬ বছর আগে ময়মনসিংহে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর ঘটনা অবলম্বনে ‘চক্র’ নামের ওয়েব সিরিজ নির্মাণ করেছিলেন পরিচালক ভিকি জাহেদ। একটি পরিবারের ৯ সদস্যের রেললাইনে আত্মাহুতি দেওয়ার কাহিনী ওটিটিতে দর্শকদের নজর কেড়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে ‘চক্র’ টিম কেক কেটে সিরিজটির সাকসেস পার্টি করে। আর সেখানেই ‘চক্র’ সিরিজের সাফল্যের ধারাবাহিকতায় সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দেন ভিকি জাহেদ।
তিনি বলেন, ‘পরিকল্পনা রয়েছে ২০২৫ সালের মার্চ-এপ্রিল নাগাদ দর্শকদের ‘চক্র ২’ দেয়ার। যেটি সাত পর্বের সিরিজ হিসেবে আসবে। ‘সিজন ২’ নিয়ে দর্শকের আগ্রহ রয়েছে এবং গল্পটা যেখানে রয়েছে সেখান থেকে নতুন সিজন আসবে। প্রথম সিজনে ২০ পর্ব হলেও সম্পূর্ণ গল্প দেখানো যায়নি। কারণ প্লট অনেক বিস্তৃত। পরের গল্পটি আমার মাথায় রয়েছে। এখন শুধু নির্মাণের অপেক্ষা।’
ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে প্রচারিত ‘চক্র’ সিরিজে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিণ, এ কে আজাদ সেতু, শাহেদ আলী প্রমুখ।
এসএ-০২/১১/২৪(বিনোদন ডেস্ক)