চলতি বছরের জুন মাসেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং অভিনেতা জহির ইকবাল। বাড়িতে নিকটাত্মীয় আর বন্ধুবান্ধব নিয়েই বিয়ের অনুষ্ঠান সেরেছিলেন এই তারকা দম্পতি।
দীর্ঘ দিনের আলাপ দু’জনের। কিন্তু কে প্রথম কাছে এসেছিলেন, সেই বিষয়টি কোনো দিনও খোলসা করেননি যুগলের কেউই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেম নিয়ে খোলাখুলি কথা বললেন সোনাক্ষী। অভিনেত্রী বলেন, তিনিই প্রথম প্রেমপ্রস্তাব দিয়েছিলেন জহিরকে। সোনাক্ষীর কথায়, আমি প্রথম জহিরকে বলি যে, আমি ওকে ভালবাসি। শুধু তা-ই নয়, জহিরকে বলেছিলাম, আমি ওকেই বিয়ে করব, ওর পছন্দ হোক বা না হোক।
বিয়ের আগে প্রতি বছর ‘রামায়ণ’, অর্থাৎ নিজের বাড়িতে ধুমধাম করে দীপাবলি পালন করতেন নায়িকা। তবে এ বছরটা একেবারেই আলাদা। বিয়ের পর এই বছর প্রথম দীপাবলি উদ্যাপন করলেন সোনাক্ষী-জাহির। বাড়িতে পূজা করার পর জহিরের পরিবারের সঙ্গেই বিশেষ দিনটি কাটিয়েছেন নায়িকা।
দীপাবলিতে স্বামীর সঙ্গে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করেছেন তিনি। ওই ছবিতে দেখা যায়, নায়িকার পরনে ছিল সবুজ আর সোনালি রঙের সালোয়ার-কামিজ, জহির পরেছিলেন কালো কুর্তা-পাজামা। দীপাবলি উপলক্ষে জমকালো সাজেননি অভিনেত্রী। কানে ঝুমকো, ছোট টিপ আর খোলা চুলে ছিমছাম সাজেই নজর কেড়েছেন সোনাক্ষী।
এসএ-০২/১১/২৪(বিনোদন ডেস্ক)