সালমান ও তার পরিবারের জন্যই শাহরুখ খান হতে পেরেছি

বলিউড বাদশাহ শাহরুখ খানের ৫৯তম জন্মদিন আজ। কিং খানের জন্মদিনে তার পুরোনো একটি সাক্ষাৎকার নতুন করে ভাইরাল হয়েছে। যেখানে সালমান খান ও তার পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলতে দেখা গেছে শাহরুখকে।

ভাইজানের সঙ্গে বলিউড বাদশাহর সম্পর্ক কেমন, সেটা সকলেরই জানা। প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রি রাজ করেছেন দু’জন।

ক্যারিয়ারজুড়ে দুই খানের মধ্যে শীতল লড়াই যেমন আছে, তেমনই আছে গভীর বন্ধুত্ব। সেই বন্ধুত্ব রূপ নিয়েছে ভ্রাতৃত্বে। দুই খানের একে অন্যকে নিয়ে মন্তব্য তারই প্রমাণ।

যদিও মাঝখানে দীর্ঘদিন তাদের মাঝে যোগাযোগ বন্ধ ছিল। কিন্তু ২০১৩ সালে বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে নিজেদের ভুল বোঝাবুঝি ভুলে গিয়ে একত্রিত হন দুই তারকা। যেখানে উপস্থিত ছিলেন সালমানের বাবা সেলিম খান নিজেও।

২০১৮ সালে এক সাক্ষাৎকারে সালমানের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শাহরুখ খান বলেছিলেন, সালমান খান ও তার পরিবারের জন্যই তিনি এত বড় তারকা হতে পেরেছেন। সালমান খানের গেম শো ‘দাশ কা দম’-এর সিজন থ্রির চূড়ান্ত পর্বে তিনি তার সাফল্যের নেপথ্যের গল্প বলেন। সালমানের বাবা প্রবীণ চিত্রনাট্যকার সেলিম খানের প্রতি কৃতজ্ঞতা জানান।

শাহরুখ খান বলেন, ‘যখন প্রথম মুম্বাইয়ে আসি, অভিনেতা হিসেবে দিনগুলো ছিল সংগ্রামের। আমি সালমানের বাড়িতে খেতাম। তখন সেলিম খানজি আমাকে অনেক সাহায্য করেছিলেন। তাদের জন্যই আজ আমি শাহরুখ খান হতে পেরেছি।’

বলিউড বাদশাহ আরো বলেন, ‘আমি এই শোতে এসেছি শুধু সালমানের কারণে। সে আমাকে যেখানে যেতে বলবে, সেখানেই যাব।’

সালমান খানের এই শোতে শাহরুখ খান ছাড়াও জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জি আছেন। তারা ‘কুচ কুচ হোতা হ্যায়’ ছবিতে সালমান খানের সঙ্গে অভিনয়ের স্মৃতি বর্ণনা করেন।

অন্যদিকে বিভিন্ন সময় শাহরুখকে নিজের ভাই বলে সম্বোধন করেছেন সালমান। একে অন্যের বিপদেও এগিয়ে এসেছেন, পাশে দাঁড়িয়েছেন।

এসএ-০৩/১১/২৪(বিনোদন ডেস্ক)