শুভশ্রীর জন্মদিনে রাজের আদুরে উপহার

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। ২০১৮ সালে পরিচালক রাজ চক্রবর্তীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ক্যারিয়ারের পাশাপাশি সংসারও দক্ষ হাতে সামলাচ্ছেন। রোববার ছিল অভিনেত্রীর জন্মদিন, জন্মদিনের এক অভিনব উপহার দিয়েছেন রাজ।

ভালোবাসার চুম্বনেই শুভেচ্ছা জানালেন টলিপাড়ার পরিচালক। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি শেয়ার করেছেন। ছবিটি নতুন না পুরোনো তা জানা যায়নি। তবে রাজ-শুভশ্রীর পরনে রয়েছে সাদা পোশাক।

সম্ভবত, সকালে উঠেই দু’জনে পূজা দিয়েছেন। তারপরই এই সুন্দর মুহূর্ত। রাজের আদরে বার্থডে গার্ল শুভশ্রীর মুখে ছড়িয়ে পড়েছে হাসি। ছবির ক্যাপশনে পরিচালক লিখেছেন, ‘প্রিয় আমার, তোমায় জন্মদিনের অনেক শুভেচ্ছা।’

‘অভিমান’ সিনেমার শুটিং করার সময় রাজ-শুভশ্রীর প্রেম শুরু হয়েছিল। বিয়ের দু’বছর পর এ তারকা দম্পতির জীবনে আসে তাদের প্রথম সন্তান যুবান। গত বছরের ৩০ নভেম্বর মেয়ে ইয়ালিনীর জন্ম হয়। অর্থাৎ মা ও মেয়ের জন্মদিন একই মাসে।

ওড়িয়া ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করেছেন শুভশ্রী। তবে অল্প সময়েই টলিউডে ‘বাজিমাত’ করেন তিনি। শুধু বাণিজ্যিক সিনেমাতে ভালো অভিনয় করার পাশাপাশি সুদক্ষ অভিনেত্রী হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

এসএ-০১/১১/২৪(বিনোদন ডেস্ক)