অহনার বিতর্কিত মন্তব্যে নেটিজেনদের ক্ষোভ

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন অহনা রহমান। এরপর কাজ করেছেন টেলিভিশন নাটকে। কিন্তু বর্তমানে টিভি নাটকে তাকে খুব একটা পাওয়া যাচ্ছে না। শুধু বিশেষ দিবসের নাটকেই টিভিতে তার দেখা মেলে।

অহনা নিজেকে ব্যস্ত রেখেছেন ইউটিউবকেন্দ্রিক নাটকগুলোতে। ভিউয়ের দৌড়ে অহনা অনেকটা এগিয়ে, তাই ইউটিউব চ্যানেলগুলোতে রয়েছে তার চাহিদা। আঞ্চলিক ভাষায় রসাত্মক সংলাপ দিয়ে কমেডি ধাঁচের একজন অভিনয়শিল্পী হিসাবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এ অভিনেত্রী। যা তার ক্যারিয়ারের শুরু থেকে ছিল না। আগে বহুমাত্রিক চরিত্রে তাকে দেখা গেলেও এখন যেন এক জনরা (কমেডি) থেকে আর বের হতে পারছেন না।

কিছুদিন আগে এ অভিনেত্রী ঘোষণা দিয়েছেন অভিনয় ছেড়ে দেয়ার। সম্প্রতি আবার এক মন্তব্যে বলেছেন পুরুষদের তিনি বিশ্বাস করেন না। তার এ মন্তব্যে নেটিজেনদের মধ্যে ক্ষোভের জন্ম নেয়।

এরইমধ্যে আবারও একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন এ অভিনেত্রী। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘অফার ভালো, কিন্তু সবসময় তো আর মাংস খেতে ভালো লাগবে না। খাবারের দাম যেভাবে বাড়ছে তাতে করে কিছুদিন পর মাটি দিয়ে বিস্কুট বানিয়ে খেতে হবে।’

নেটিজেনরা এ পোস্টের মানে জানতে কমেন্ট বক্সে ঝাঁপিয়ে পড়েন। ঘটান ক্ষোভের বহিঃপ্রকাশ। পোস্ট ঘিরে তৈরি হয় বেশ বিতর্ক। অনেকের মন্তব্যের ঘরে প্রশ্ন করেন, অন্তর্বর্তী সরকারের দিকেই কী এমন অভিযোগ তুললেন এ অভিনেত্রী?

পোস্টের রহস্য জিইয়ে রেখে অভিনয় ছেড়ে দেয়া প্রসঙ্গে অহনা বলেন, ‘অনেকদিন অভিনয় করেছি। তাই নতুনদের জন্য জায়গাটি ছেড়ে দিতেই এ সিদ্ধান্ত নিয়েছি। আমি বিশ্বাস করি, একটি কাজ বন্ধ হলে আল্লাহ আরও দশটি কাজের জায়গা করে দেন। আমার যেহেতু পার্লার ব্যবসা ছিল আমার সমস্যা হবে না মিডিয়াতে কাজ না করলেও। ধীরে ধীরে কাজ কমিয়ে দেব। ২০২৫ সালে পারত পক্ষে কাজ করা হবে না।’ তবে বর্তমান সরকারের বিরোধীতা নিয়ে কোনো প্রশ্নের জবাব দেননি এ অভিনেত্রী।

এসএ-০৫/১১/২৪(বিনোদন ডেস্ক)