মারা গেছেন ‘দাদাগিরি টু’ বিজেতা নীতিন চৌহান

অল্প সময়ের মধ্যে হিন্দি টেলি পর্দার বেশ পরিচিত মুখ হয়ে উঠেছিলেন অভিনেতা নীতিন চৌহান। ‘ক্রাইম পেট্রোলস’, ‘এমটিভি স্প্লিটসভিলা ৫’, ‘তেরা ইয়ার হুঁ ম্যায়’, রিয়ালিটি শো ‘দাদাগিরি টু’ বিজেতা এই অভিনেতা মারা গেছেন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, ‘মৃত্যুর কারণ জানা না গেলেও প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন। নিতিন উত্তরপ্রদেশের আলিগড়ের বাসিন্দা। কর্মসূত্রে মুম্বাই এসেছিলেন, শেষ তাকে দেখা গিয়েছিল ২০২২ সালের ধারাবাহিক ‘তেরা ইয়ার হুঁ ম্যায়’-তে।

সংবাদমাধ্যমের কাছে নিতিনের মৃত্যুর খবর নিশ্চিত করেন তার সহ-অভিনেতা সুদীপ সাহির ও সায়ন্তনী ঘোষ। ছেলের মৃত্যুর খবর পেয়ে আলিগড় থেকে ছুটে এসেছেন তার বাবা। নিতিনের শেষকৃত্য দিল্লিতেই হবে বলে জানা যাচ্ছে।

নিতিনের ঘনিষ্ঠ বন্ধু কুলদীপ জানান, শুক্রবার সকালে তাকে ফোন করেন নিতিনের পরিবার এবং মৃত্যুর খবর দেন। আগামী মাসে রাজস্থানের খটু শ্যামের মন্দিরে যাওয়ার কথা ছিল নিতিন ও কুলদীপের। বন্ধুদের সুবিধা-অসুবিধার কথা সব সময় মাথায় রাখতেন অভিনেতা।

দূরে কোথাও বেড়াতে গেলে নিতিনই গাড়ি চালাতেন। বন্ধুদের যাতে যাতায়াতে অসুবিধা না হয়, সে দিকেও খেয়াল রাখতেন বলে জানান কুলদীপ। তাই নিতিনের কঠিন সময়ে পাশে না থাকতে পারায় অনুতপ্ত তার বন্ধু। নিতিন রাজস্থান বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। প্রায়ই মুম্বাই থেকে দিল্লি যাতায়াত করতেন।

কুলদীপের কথায়, ‘আমাদের জীবনে নিতিন একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল। আমাদের যাতে অসুবিধা না হয় বেড়াতে গিয়ে, সে দিকে খেয়াল রাখত ও। এমন চরম পদক্ষেপ করার আগে যদি এক বার আমাকে ফোন করত, আমি ওকে এটা করতে দিতাম না। আমরা পরস্পরের সঙ্গে সব কথা ভাগ করে নিতাম। ওর কোনও আর্থিক অসুবিধাও ছিল না।’

এসএ-০২/১১/২৪(বিনোদন ডেস্ক)