ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিমের জন্মদিন আজ। রোববার (১০ নভেম্বর) জীবনের ৩১টি বসন্ত পার করে ৩২ বছরে পা রাখলেন তিনি।
জন্মদিনের প্রথম প্রহর থেকেই পরিবার, ভক্ত, সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন মিম। একের পর এক উপহার সারপ্রাইজ হিসেবে পেয়েছেন।
সাদামাটা আয়োজনে দিনটি পালন করলেও নিজের ৩২তম জন্মদিনে ২৫টি কেক কেটেছেন এই অভিনেত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন মিম নিজেই।
নায়িকা জানালেন, রাত থেকে বিকেল পর্যন্ত প্রায় ১০ থেকে ১৫টির মত কেক কাটা শেষ। বাসায় গিয়ে আরো ১০টি৷ আরও যে কয়টা কাটতে হবে সেটা অজানা!
মিম বললেন, ‘জন্মদিনের প্রথম প্রহর থেকেই একাধিক কেক কাটার মধ্য দিয়ে শুরু হয়েছে। বিকেল অব্দি ২৫টির মতো কেক কাটলাম।’
অভিনেত্রীকে তার জন্মদিনের সর্বশেষ সারপ্রাইজটা দিয়েছে রিমার্ক-হারল্যান। যেই প্রতিষ্ঠানের অরিক্স, হারল্যান ও লিলি ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি।
রোববার সন্ধ্যায় রিমার্কের গুলশান অফিসে বিশাল সাইজের কেক নিয়ে মিমকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। অভিনেত্রী নিজেই হাজির হয়ে সবাইকে সঙ্গে নিয়ে সেই কেক কেটে উদযাপন করেন।
‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭’ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে শোবিজ দুনিয়ায় পা রাখেন মিম। একই বছর হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় তার। ‘জোনাকির আলো’ সিনেমায় অভিনয়ের জন্য ৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মৌসুমীর সঙ্গে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান তিনি।
মিম অভিনীত সর্বশেষ ব্যবসা সফল সিনেমা ‘পরাণ’। এরপর দামাল, অন্তর্জাল মুক্তি পায়।
অভিনয়ের পাশাপাশি লেখক হিসেবেও খ্যাতি রয়েছে মিমের। ২০১২ সালের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয় অভিনেত্রীর প্রথম গল্পের বই ‘শ্রাবণের বৃষ্টিতে ভেজা’। ২০১৩ সালের বইমেলায় প্রকাশিত হয় মিমের উপন্যাস ‘পূর্ণতা’।
এসএ-০৩/১১/২৪(বিনোদন ডেস্ক)