কলকাতায় এক ঝাঁক তারকার মধ্যমণি হয়ে উঠলেন শাকিব!

সোমবারের টালিগঞ্জের সন্ধ্যা ছিল এবার অন্যরকম। কারণ, একসঙ্গে ১৮টি ছবি মুক্তির তারিখ ঘোষণা করে অনন্য নজির করেছে ওপার বাংলার প্রযোজনা সংস্থা ‘এসকে মুভিজ’। যার মধ্য দিয়ে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল দুই বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি। এ সময় টালিউডের তাবড় তারকাদের সঙ্গে অংশ নিলেন ঢাকাই মেগাস্টার শাকিব খান!

কলকাতায় যেহেতু বাংলা সিনেমা নিয়ে এতবড় ঘোষণা, কাজেই আয়োজনে অবশ্যই কমতি রাখেনি এসকে মুভিজ। খানিক বিরতির পর যেন নতুন পথচলা শুরু করল এই প্রযোজনা সংস্থা।

‘এইট্টিন অন স্ক্রীন’ শিরোনামে ২০২৬ সাল পর্যন্ত ১৮টি ছবি মুক্তির তারিখ ঘোষণা করেছে এসকে মুভিজ। আর এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাই মেগাস্টার শাকিব খানসহ টালিউডের নামজাদা তারকারা। এসকে মুভিজের সঙ্গে আন্তরিক সম্পর্ক থাকায় মুম্বাইয়ে ‘বরবাদ’ ছবির শ্যুটিং ফেলেই এক রাতের জন্য কলকাতায় উড়ে আসেন তিনি। সাথে আরও উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রাবন্তী চ্যাটার্জি, শিবপ্রসাদ মুখার্জি, শাশ্বত চ্যাটার্জি, আবির চ্যাটার্জি, অঙ্কুশ-ঐন্দ্রিলা, পরমব্রত, রুদ্রনীলের মতো তারকারা। সেই তারকার হাঁটেই এবার মধ্যমণি হলেন মেগাস্টার শাকিব খান।

সম্প্রতি এই আয়োজনের বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। তাতে দেখা যায়, অনুষ্ঠানে উপস্থাপক মীর আফসার আলী মঞ্চে শাকিবকে মেগাস্টার সম্বোধন করে ডেকে নেন। মঞ্চও তখন ঝলমলে হয়ে ওঠে। এরপরই মুক্তির অপেক্ষায় থাকা ‘দরদ’ ছবি নিয়ে কিছুক্ষণ কথা বলেন শাকিব।

এ সময় শাকিব বলেন, ‘দরদ’ অত্যন্ত চমৎকার একটি গল্পের সিনেমা। গান রিলিজ হতে দেরি হলেও আসার সাথে সাথে সবার ভালোবাসায় এক ঘণ্টা ট্রেন্ডিংয়ে এসেছে। যা আমাকে অভিভূত করেছে।’ কলকাতা প্রসঙ্গে শাকিব বলেন, ‘যতবারই এখানে আসি, কখনও দুই বাংলাকে আলাদা মনে হয় না।’

এ নিয়ে সামাজিক মাধ্যমে এক ফেসবুক পোস্টও দিয়েছেন শাকিব খান। সোমবার সন্ধ্যার সেই মুহূর্তগুলো তুলে ধরে শাকিব লিখেছেন, ‘১৮ সিনেমার মধ্যমণি দরদ।’

অনন্য মামুনের পরিচালনায় দরদ’ নির্মাণ হয়েছে যৌথ প্রযোজনায়। ভারতের সোনাল চৌহান ছাড়াও অভিনয় করছেন ওপার বাংলার অভিনেত্রী পায়েল সরকার। এছাড়াও আছেন বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন ও বলিউডের রাহুল দেব। বাংলাদেশ থেকে আছেন এলিনা শাম্মী, ইমতু রাতিশ, সাফা মারিয়াসহ অনেকে।

এসএ-০৫/১১/২৪(বিনোদন ডেস্ক)