নাটকের দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তবে ইদানিং ছোটপর্দার কাজে খুব একটা দেখা মেলে না তার। বলেছেন সিনেমা করবেন। সেটার প্রস্তুতি নিচ্ছেন। এ কারণেই নাটকের কাজ কমিয়ে দিয়েছেন। তবে একেবারে ছেড়ে দেননি। ভালো গল্প ও চরিত্র পেলেই লুফে নেন তিনি।
সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ‘খুনসুঁটি’ নামে একটি নাটক। এতে তার বিপরীতে রয়েছেন খাইরুল বাসার। একটি কুস্তি পরিবারকে কেন্দ্র নাটকটির গল্প তৈরি হয়েছে। রচনা ও পরিচালনা করেছেন জুবায়ের ইবনে বকর।
এতে অভিনয় প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘নাটকটির গল্প একেবারেই ভিন্ন ধরনের। যেখানে একটি পরিবারের গল্প, আবেগ ও ভালোবাসা দেখানো হয়েছে। প্রকাশের পর প্রত্যাশা অনুযায়ী সাড়াও পাচ্ছি। গতানুগতিক গল্প থেকে বের হয়ে ভিন্ন কিছু করলে দর্শক কখনোই নিরাশ করেন না। তারা নতুনত্ব চায়। সেজন্যই নাটকটিতে কাজ করেছি। সব সময় চেষ্টা করি ভিন্ন গল্পে ও নতুন চরিত্রে সব সময় হাজির হতে। এখন খুব সতর্কতার সঙ্গে বেছে বেছে কাজ করছি।’
এদিকে চলতি মাসের শুরুতেই ‘পুতুল সংসার’ নামে সেরা অভিনেত্রীর বিশেষ সম্মাননা পেয়েছেন তিশা। অন্যদিকে টিভি নাটকে কম দেখা গেলেও এই অভিনেত্রী এখন ওয়েবের কাজে বেশি মনোযোগী। শিগগিরই সিনেমায় তাকে দেখা যাবে বলে জানান এই অভিনেত্রী। তবে কার সিনেমায় অভিনয় করছেন সেটা স্পষ্ট করে বলেননি তানজিন তিশা।
এসএ-০৮/১১/২৪(বিনোদন ডেস্ক)