বিটাউনের অনেক দিন থেকে চর্চা চলে আসছে পলক তিওয়ারিকেই নাকি মন দিয়েছেন সাইফ আলি খানের বড় ছেলে ইব্রাহিম আলি খান। যদিও এখনও তারা কেউই এই বিষয়ে মুখ খোলেননি, তবে একই সঙ্গে একই সময় যে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন দুজনে সেটা স্পষ্ট করে দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করে।
পলক তিওয়ারি মালদ্বীপ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি পোস্ট করেন। কখনও পুলের জলে জলকেলি করতে দেখা গেছে। কখনও আবার সমুদ্রের জলে।
বাদ দেননি স্কুবা ড্রাইভিং করতে। ইতিউতি ঘুরে বেড়ানোর নানা মুহূর্তের ছবি পোস্ট করে তিনি ইনস্টাগ্রামে লেখেন, ‘আমার মালদ্বীপের স্বর্গ থেকে।’
তবে চমক এখানে নয়। চমক হল এই একই সঙ্গে সাইফ পুত্র ইব্রাহিম আলি খানও মালদ্বীপে আছেন। সেখানে ছুটি কাটানোর একাধিক পোস্ট করেছেন।
সেখানে তাকে কখনও ইনফিনিটি পুলে স্নান করতে দেখা গেছে, কখনও সমুদ্র সৈকতে বসে সন্ধ্যা উপভোগ করতে দেখা গেছে। এই ছবিগুলো তিনি বেশ কিছু ইমোজি সহ পোস্ট করেছেন।
আর এটা দেখেই দুই দুই চার করেছেন নেটিজেনরা। এমনি কানাঘুষোয় শোনা যাচ্ছিল তারা নাকি চুপিচুপি প্রেম করছেন। সেখানে একই সময় একই জায়গা থেকে ছবি দেওয়ায় নেটপাড়ার ধারণা তারা এভাবেই তাদের প্রেমের জল্পনায় সিলমোহর দিলেন।
অভিনেত্রী পলক তিওয়ারিকে সালমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে শেষবার দেখা গেছে। এরপর যদিও এখনও তাকে আর কোনও প্রজেক্টে দেখা যায়নি। অন্যদিকে, বলিউডে ডেবিউ করতে চলেছেন ইব্রাহিম খান।
এসএ-০৫/১১/২৪(বিনোদন ডেস্ক)