প্রিয়তির খোলামেলা ছবি তুললেন অমিতাভ রেজা

বাংলাদেশি বংশোদ্ভূত মডেল-অভিনেত্রী মাকসুদা আক্তার প্রিয়তি। ২০১৪ সালে ‘মিস আয়ারল্যান্ড’ নির্বাচিত হন তিনি। এরপর বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এই মডেল।

নিজের সাহসী অবতারের জন্য বরাবরই আলোচনায় ছিলেন প্রিয়তি। জন্মসূত্রে বাংলাদেশি হলেও বর্তমানে আয়ারল্যান্ডে বসবাস করছেন তিনি। তবে এরই মধ্যে অর্ধনগ্ন ফটোশুটে হাজির হলেন এই মডেল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের কয়েকটি খোলামেলা ছবি প্রকাশ করেছেন তিনি। প্রিয়তি জানিয়েছেন, তার এই ছবিগুলো তুলে দিয়েছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী৷

ফেসবুকে ছবিগুলো প্রকাশের পর প্রশংসা-নিন্দা দুটোই কুড়িয়েছেন ‘মিস আয়ারল্যান্ড’ খ্যাত এই শিল্পী। কেউ কেউ প্রিয়তির সাহসের প্রশংসা করেছেন কেউ আবার বাংলাদেশি বংশোদ্ভূত হয়ে এমন ছবি তোলা ও প্রকাশের সমালোচনাও করছেন।

যদিও সেসব কানে নেননি এই মডেল। এর আগেও একাধিকবার বিকিনি কিংবা নগ্ন ফটোশুটের কারণে আলোচিত হয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, ৭৪ তম কান চলচ্চিত্র উৎসবে ইন্টেগ্রিটি ম্যাগাজিনের পৃষ্ঠপোষকতায় টপ মডেল নির্বাচিত হয়েছিলেন মাকসুদা আক্তার প্রিয়তি। এরপরই ভক্তদের মা হওয়ার সুখবর জানান তিনি।

গত ২৩ আগস্ট আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের একটি হাসপাতালে ফুটফুটে কন্যাসন্তানের মা হয়েছেন প্রিয়তি। এটি অভিনেত্রী তৃতীয় সন্তান। সেই সময় ফেসবুকে তিন ছেলেমেয়ের ছবি প্রকাশ করে প্রিয়তি লিখেছিলেন— পরিচিত হয়ে নেওয়া যাক, আমাদের পরিবারের নতুন সদস্য আলিফ আবরাজ ও মৌনীরা মীমের ছোট্ট বোন লাভিশা লামের সঙ্গে।

এসএ-০৩/১১/২৪(বিনোদন ডেস্ক)