এসব যদি শ্বশুরবাড়ির লোকদের চোখে পড়ে, ক্ষুব্ধ মৌসুমী

চলতি বছরের শুরুতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ ও চিত্রনাট্যকার, পরিচালক আবু সাইয়িদ রানা। বছর ঘুরতে না ঘুরতেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বেশ কিছু গণমাধ্যমে মৌসুমী হামিদের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে।

যা নিয়ে এ দম্পতি বেশ বিব্রতকর পরিস্থিতিতে পরেছে। এ বিষয় নিয়ে এক গণমাধ্যমের সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘মনে হচ্ছে পরিকল্পিতভাবে কেউ আমাদের ক্ষতি করছে।’

সামাজিকভাবে আমি ক্ষতির মুখে পড়ব উল্লেখ করে তিনি বলেন, ‘ভুয়া একটি খবর যেভাবে ছড়ানো হচ্ছে, সেটা যদি আমার শ্বশুরবাড়ির লোকদের চোখে পড়ে, তারা কীভাবে দেখবেন। নানা প্রশ্ন তৈরি হবে, সামাজিকভাবে আমি ক্ষতির মুখে পড়ব।’

ডিভোর্সের গুঞ্জন প্রসঙ্গে মৌসুমী হামিদের ভাষ্য, একটি অনুষ্ঠানে দাম্পত্য জীবন নিয়ে প্রশ্ন করা হয়। সেই প্রশ্নে আমার উত্তর ছিল, যেকোনো মানুষের জীবনে সমস্যা থাকতেই পারে। সেই খবর যখন ঘুরিয়ে–পেঁচিয়ে লেখা হয় আমার বিচ্ছেদ প্রসঙ্গ নিয়ে, তখন মানসিক শক্তিই হারিয়ে যায়।

এরপর তিনি বলেন, ‘এমন খবরে মাঝেমধ্যে নিরাপত্তাহীনতায় ভুগি, মানসিকভাবে অস্থিরতায় দিন কাটে। এই যে একটা কথা একভাবে বলা হয়, সেটা দেখা যায় প্রায়ই অন্যভাবে প্রকাশ পায় ‘

অভিনেত্রীর স্বামী আবু সাইয়িদ রানা এ বিষয়ে বলেন, ‘অভিনয়শিল্পীদের সহজেই ব্যক্তিগতভাবে আক্রমণ করা যায়। কেউ এর প্রতিবাদ করবে না। কারও ব্যক্তিগত জীবন নিয়ে গুজব ছড়ানো এক ধরনের অপরাধ।’

উল্লেখ্য, লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন মৌসুমী হামিদ। এরপর কাজ করেছেন নাটক, চলচ্চিত্র উভয় ক্ষেত্রেই।

এসএ-০৬/১১/২৪(বিনোদন ডেস্ক)