মোহিনীর কারণেই রাহমান-সায়রার বিচ্ছেদ! মুখ খুললেন আইনজীবী

এআর রাহমান ও তার স্ত্রী সায়রা বানু তাদের ২৯ বছরের দাম্পত্য জীবনে ইতি টানছেন। বুধবার রাতে এই খবর প্রকাশ্যে আসতেই অবাক অনেকেই। কাকতালীয়ভাবে এ আর রাহমান ও তার স্ত্রী বিচ্ছেদের কথা ঘোষণা করতে না করতেই আরও এক বিচ্ছেদের খবর। তিনি রাহমানের সহযোগী। সুরকারের ট্রুপের বেসিস্ট।

নিজের শিল্পের কারণে অল্প বয়সেই ভালো নামডাক করেছেন পশ্চিমবঙ্গের মেয়ে মোহিনী দে। রাহমানের বিচ্ছেদের ঘণ্টাখানেকের ব্যবধানে মোহিনীও তার সুরকার স্বামীর সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেন। আর তার পরেই দুইয়ে দুইয়ে চার করতে শুরু করেন অনেকে। ধারণা করা হচ্ছে, এই বঙ্গললনার কারণেই নাকি ঘর ভেঙেছে সুরকারের।

এই বিচ্ছেদ নিয়ে এআর রাহমানের স্ত্রীর আইনজীবী বন্দনা শাহ জানিয়েছেন, দীর্ঘ তিক্ততা এই বিচ্ছেদের নেপথ্য কারণ। উভয় পক্ষই আপ্রাণ চেষ্টা করেছিলেন মিটিয়ে নিতে। কিন্তু তা আর সম্ভব নয়। ফলে দীর্ঘ দাম্পত্যের পর এই সিদ্ধান্ত নিতে যথেষ্ট কষ্ট হয়েছে তার। কিন্তু সায়রা অপারগ। তাদের বিচ্ছেদের পর বিপুল অঙ্কের অর্থ পাবেন সায়রা, এই নিয়ে ইতোমধ্যেই নানা কথা শোনা যাচ্ছে বিভিন্ন মহলে। তবে সেই সব কথা উড়িয়ে দিয়েছেন সায়রার আইনজীবী। তিনি পাশাপাশি এ বিষয়টাও স্পষ্ট করেছেন রাহমান-সায়রার বিয়ে ভাঙলেও বন্ধুত্ব অটুট। এর পর স্পষ্ট ভাষায় তিনি জানান, তাদের এই বিচ্ছেদের সঙ্গে মোহিনীর কোনও সংযোগ নেই।

তাদের আইনজীবী বলেন, সায়রা এবং রাহমান নিজেরাই এই সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘ সময় ধরে চলা প্রতিটা বিয়ে ওঠাপড়ার মধ্যে দিয়ে যায়। তারা মর্যাদাপূর্ণ ভাবে এই বিয়ে শেষ করছেন। রাহমান আর সায়রা সব সময় একে অপরকে সম্মান করবেন, এবং মঙ্গল কামনা করবেন।

এসএ-০১/১১/২৪(বিনোদন ডেস্ক)