বলিউড অভিনেতা অর্জুন কাপুর। তিনি ‘ইশকজাদে’ চলচ্চিত্র দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। তার প্রথম ছবিই বক্স অফিসে সফল হয় এবং সমালোচকদের প্রশংসা পান। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকমহলে পরিচিত হয়ে ওঠেন।
সম্প্রতি ঘাড়ের নিচে ট্যাটু করেছেন। যা উৎসর্গ করেছেন তার প্রয়াত মা মোনা কাপুরকে। আপাতত ‘সিংহম এগেন’-এর সাফল্যে ভাসছেন অর্জুন কাপুর। তিনি ইনস্টাগ্রামে ভক্ত-অনুরাগীদের মাঝে কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছেন।
সেখানেই তিনি দেখালেন ‘রব রাখা’ ট্যাটুও। ক্যাপশনে লিখেছেন, ‘রব রাখা – ঈশ্বর যেন সঙ্গে থাকেন। ভালো সময় বা খারাপ-আমার মা সবসময় এটাই বলতেন। এমনকি আজও মনে হয় মা যেন আমার সঙ্গেই আছেন, আমাকে পথ দেখাচ্ছেন, আমার উপর নজর রাখছেন।’
অর্জুন বলেন, ‘এই ট্যাটুটি ‘সিংহম এগেন’ মুক্তির আগে সন্ধ্যায় করিয়েছিলাম এবং যখন আমি জীবনের নতুন অধ্যায়ের সূচনায় দাঁড়িয়ে, মনে হচ্ছে মা আমাকে রক্ষা করছেন।
অভিনেতার কথায়, ‘মনে করিয়ে দিচ্ছেন যে ব্রহ্মাণ্ডের নিজস্ব পরিকল্পনা রয়েছে। ধন্যবাদ মা, আমাকে বিশ্বাস শেখানোর জন্য। রব রাখা, সর্বদা।’ তার পোস্টে নেটিজেনরা অভিনেতার বেশ প্রশংসা করেছেন। ভালোবাসা জানিয়েছেন তার বোন অংশুলা কাপুর, অভিনেত্রী পরিণীতি চোপড়া।
প্রসঙ্গত, রোহিত শেট্টির ‘সিংহম এগেন’ ছবির হাত ধরে ক্যারিয়ারের দীর্ঘ খরা কাটিয়ে কামব্যাক করেছেন অর্জুন। প্রশংসিত হয়েছে খল নায়ক হিসেবে অর্জুনের অভিনয়। ছবিতে অভিনয় করেছেন অজয় দেবগণ, করি না কাপুর, টাইগার শ্রফ, রণবীর সিং, অক্ষয় কুমার, জ্যাকি শ্রফ, দীপিকা পাড়ুকোনও।
এসএ-০৫/১১/২৪(বিনোদন ডেস্ক)