২০২৫ সালের ঈদকে সামনে রেখে নির্মাণ হচ্ছে শাকিব খানের বিগ বাজেটের সিনেমা ‘বরবাদ’। ইতোমধ্যেই ভারতে কয়েকধাপে এই ছবির শুটিং সম্পন্ন হয়েছে। যেখানে অংশ নিয়েছেন শাকিব নিজেও।
বরবাদে শাকিবের নায়িকা হচ্ছেন কলকাতার ইধিকা পাল, সে খবর আগেই প্রকাশ হয়েছে। তবে নতুন খবর হচ্ছে, এই সিনেমায় দেখা মিলবে ওপার বাংলার আরেক অভিনেত্রী নুসরাত জাহানের।
ইতোমধ্যে মুম্বাইতে গানটির শুটিং সম্পন্ন হয়েছে। ভারতীয় একটি ইউটিউব চ্যানেলে ইন্টারভিউ দিতে গিয়ে বিষয়টি জানিয়েছেন নুসরাত নিজেই।
অভিনেত্রী বলেন, একটা ভালো গানে পারফর্ম করার অভিজ্ঞতা সব সময় ভালো হয়। শাকিবের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এখনই কিছু বলতে চাচ্ছি না, জাস্ট ওয়েট ফর দ্য সং। আমি নিজেও অপেক্ষায় রয়েছি। তবে আমার অভিজ্ঞতা বলছে, দর্শক এ কাজটি অবশ্যই পছন্দ করবেন।
এর আগে শাকিবের সঙ্গে ‘নাকাব’ ছবিতে অভিনয় করেছিলেন নুসরাত। তবে এবার অভিনয় নয়, আইটেম গানে মঞ্চ মাতাবেন এই অভিনেত্রী।
জানা গেছে, বরবাদে শাকিবের বিপরীতে দেখা যাবে প্রিয়তমা খ্যাত ইধিকা পালকে। আরও থাকছেন ওপার বাংলার আলোচিত অভিনেতা যিশু সেনগুপ্তসহ বাংলাদেশের নামি শিল্পীরা।
এসএ-০৩/১১/২৪(বিনোদন ডেস্ক)