বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ। দীর্ঘদিনের প্রেমিক অ্যান্টনি থাত্তিলের গলায় মালা দিতে চলেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, দুবাইয়ের ব্যবসায়ী অ্যান্টনির সঙ্গে স্কুলে পড়াকালীন সময় থেকেই বন্ধুত্ব নায়িকার। সেই বন্ধুত্ব পরবর্তীতে গড়ায় প্রেমে। যা এখন বিয়েতে রূপ পেতে চলেছে।
আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে গোয়াতে চার হাত এক হবে তাদের। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করবেন কীর্তি। ডিসেম্বরের ৯ তারিখ থেকেই শুরু হবে বিবাহ উৎসব। চলবে তিন দিন।
ইন্ডাস্ট্রিতে জল্পনা, বিয়ের পর কীর্তিও দুবাই পাড়ি জমাবেন। যদিও বিষয়টি নিয়ে এখনও মুখ খুলেননি অভিনেত্রী। বিয়ে নিয়েও আনুষ্ঠানিক ঘোষণা দেননি।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, কীর্তির বিয়েতে থালাপতি বিজয়, চিরঞ্জীবী, অ্যাটলি কুমার, ন্যানির মতো দক্ষিণী তারকারা উপস্থিত থাকবেন। পাশাপাশি বলিউডের বরুণ ধাওয়ানও বিয়ের অনুষ্ঠানে হাজির হবেন।
কারণ ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘থোরি’ সিনেমার হিন্দি রিমেক ‘বেবি জন’-এ বরুণের বিপরীতে কীর্তি অভিনয় করেছেন। আর সেই সূত্রেই বরুণের সঙ্গে তাঁর বন্ধুত্ব গড়ে উঠেছে। সিনেমাটি আসছে বড়দিনে মুক্তি পাবে।
এসএ-০৮/১১/২৪(বিনোদন ডেস্ক)