গাড়ির ভেতরে ইমনকে ‘কু-প্রস্তাব’

ভারতের বর্তমান প্রজন্মের কাছে অতি পরিচিত নাম ইমন চক্রবর্তী। লোকগানের পাশাপাশি আধুনিক গান হোক কিংবা রবীন্দ্রসঙ্গীত, সব ধরণের গানেই পারদর্শী ইমন। অন্য দশটা স্ট্রাগল জীবনের গল্পের ন্যায় তার জীবনেও রয়েছে অজস্র কাঁটার দাগ।

ইন্ডাস্ট্রিতে আজ থেকে ১২ বছর আগে এক সিনিয়র গায়কের কু-প্রস্তাব পেয়েছিলেন ইমন। সম্প্রতি স্ট্রেট আপ উইথ শ্রী নামের পডকাস্টে অতীতের সেই তিক্ত স্মৃতি নিয়ে কথা বলেছেন গায়িকা।

ইমনের ব্যক্তিগত জীবন হামেশাই থেকেছে চর্চায়। শোভনের সঙ্গে প্রেম, ব্রেক-আপ হোক বা নীলাঞ্জনের সঙ্গে ভালোবাসার বিয়ে। কিন্তু নিজের সঙ্গে ঘটা এই অশোভন ঘটনার কথা আগে ফাঁস করেননি ভারতের জাতীয় পুরস্কার জয়ী গায়িকা।

ইমন বলেন, ‘১২ সালের কথা বলছি। একজন সেলিব্রেটেট সিঙ্গার তার সঙ্গে আমি যাচ্ছি, প্রোগাম করছি। আমার বাবা সামনের সিটে বসা। উনি ইশারায় আমাকে বলেছিলেন, তার সঙ্গে কোথাও যাওয়ার জন্য’।

ইমন ফুঁসে উঠে চিৎকার করে বলেছিলেন, ‘ইউ ওয়ান্ট টু ডু ইট রাইট নাও…’ (আপনি কি এখনই করতে চান’। তবে সেই নামী সিঙ্গারের নাম ফাঁস করেননি ইমন।

ইমন আরও জানান, প্রত্যেকের একটা স্ট্রাগল থাকে, একটা জার্নি থাকে। তারও ছিল। একটা সময় লিলুয়া থেকে রবীন্দ্রভারতী, সেখান থেকে টালিগঞ্জে গান শিখতে যেতেন। ফের বিশ্ববিদ্যালয়ে ফিরে রাত ১১টায় বাড়ি ফেরা। সহজ ছিল না এই সফর।

‘প্রাক্তন ছবি’র তুমি যাকে ভালোবাসো গান ইমনের ক্যারিয়ারের মোড় ঘুরিয়েছে। তবে এই গানটি যে ইমনই গাইবেন তা নিশ্চিত ছিল না, জানান খোদ গায়িকা।

মিডিয়ার বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন ইমন। বলেন, তার নতুন গান নিয়ে হইচই হয় না। অথচ বিকিনিতে ছবি দিলেই সেই নিয়ে চর্চা। যা মোটেই কাম্য নয়।

এসএ-০৪/১১/২৪(বিনোদন ডেস্ক)