গাছ লাগালেই কর ছাড়

ভারতের কলকাতার নতুন মেয়র ফিরহাদ হাকিম। ফলাফল তৃণমূল ১২১, বিজেপি ৫। ১২১ জন তৃণমূল কাউন্সিলারই উপস্থিত ছিলেন। ৬৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুস্মিতা চ্যাটার্জি শারীরিক অসুস্থতার কারণে নির্বাচনে উপস্থিত থাকতে পারেননি। তবে সবাইকে চমকে দিয়ে বেলা দেড়টার সময় পৌরসভায় উপস্থিত হন শোভন চ্যাটার্জি। দুপুর আড়াইটে নাগাদ শেষ হয় নির্বাচন। তারপর মেয়র হিসাবে ফিরহাদ হাকিমের জয় ছিল শুধু সময়ের অপেক্ষা। বিরোধীদের মধ্যে রয়েছে বামেদের ১৪টি, বিজেপি’‌র পাঁচটি এবং কংগ্রেসের দু’টি আসন। বাম এবং কংগ্রেস কাউন্সিলাররা অধিবেশনের পর ভোট শুরুর আগেই ওয়াকআউট করেন।

সোমবার মেয়র হিসাবে জয়লাভ করার পর তিনি বলেন, ‘‌দল আমাকে অনেক দায়িত্ব দিয়েছে। আমি সব দায়িত্ব সততার সঙ্গে পালন করতে চাই।’‌ বিরোধীদের উদ্দেশ্যে তাঁর জবাব, ‘‌আমার নাম, ধর্ম নিয়ে বিচার বিবেচনা করতে হবে না। আমার কাজটাই দেখো। বিজেপি’‌র নৈতিক পরাজয় হয়েছে। কারণ তারা বলেছিল ৫টি ভোট তাদের রয়েছে। তার থেকে একটি ভোট বেশি পেলেই তা হবে নৈতিক জয়। সেটা হয়নি। তাই নৈতিক পরাজয় হয়েছে তাদের।’‌

এদিন বাঙালির ঐতিহ্য মেনেই ধুতি পরে মেয়র হিসাবে শপথবাক্য পাঠ করেন ফিরহাদ হাকিম। ডেপুটি মেয়র হিসাবে অতীন ঘোষও শপথবাক্য পাঠ করেন। ফিরহাদ হাকিমের জয়ের পরই উচ্ছ্বাসে ফেটে পড়েন তৃণমূল কর্মী সমর্থকরা। শহরের নতুন মেয়রের বাড়ির সামনে এখন উৎসবের মেজাজ। শপথ নেওয়ার পর সাংবাদিক বৈঠকে নাগরিকদের পরিষেবা আরও বাড়ানোর কথা বলেছেন। তিনি জানান, ‘‌গাছ লাগালে ৯০ শতাংশ কর ছাড় দেওয়া হবে।

বহুতলের বর্জ্য থেকে সার তৈরি করলেও কর ছাড় দেওয়া হবে। কাঁধে কাঁধ মিলিয়ে সবাই নাগরিক পরিষেবা অব্যাহত রাখব। এই নির্বাচনে জয়ের পর ফোন করে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই আমি দলের সৈনিক হিসাবে পরিষেবা পৌঁছে দেওয়াই প্রধান লক্ষ্য হবে আমাদের। মুখ্যমন্ত্রীও তাই চান। জল জমা থেকে দূষণ রোধ করা প্রাথমিক কাজ হবে।’‌ ‌‌

পৌরসভার এই নির্বাচনে উপস্থিত হয়ে প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জি বলেন, ‘‌আমি আগেও বলেছি, এখনও বলছি যে কোনও সাহায্য লাগলে আমি তা করব। আমি দলের সৈনিক। দল যা বলবে আমি তা করব। আমাকে যদি কোনও কাজে লাগে তা আমি অবশ্যই করব।’‌

এসএইচ-০৩/০৪/১২ (অনলাইন ডেস্ক, তথ্য সূত্র : আজকাল)