ভারতের ওড়িশার এই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের উপর ফরমান জারি করা হয়েছে ৷বীর সুরেন্দ্র সাই ইউনিভার্সিটি অফ টেকনোলজি ছাত্রদের ফরমান জারি করা হয়েছে ৷ ছাত্ররা ছাত্রীদের সঙ্গে কোনও বাবেই কথা বলতে পারবেনা ৷
তবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এই পড়ুয়াদের নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
এই ফতোয়া ১ ডিসেম্বর ২০১৮ সুরেন্দ্র সাই ইউনিভার্সিটি অফ টেকনোলজি রোহিনি হল অফ রেসিডেন্স সহ পাঁচটি ছা্ত্রাবাসে এই সিদ্ধান্ত জারি করা হয়েছে ৷
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এই নিয়ম ভাঙতে গিয়ে ধরা পড়লে সেই পড়ুয়াকে কড়া শাস্তির সম্মুখীন হতে হবে ৷
দেশের বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘটনা আজ নতুন নয় এর আগে সত্যভামা বিশ্ববিদ্যালয়েও একই নিয়ম প্রয়োগ করেছিল ৷ স্বপক্ষে যুক্তি দিয়ে বলেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছেলে-মেয়েরা কথা বললে জীবনে কুপ্রভাব পড়বে ৷ সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷
আরএম-০৫/০৬/১২ (অনলাইন ডেস্ক, তথ্যসূত্র: সংবাদপ্রতিদিন)