পাখির ধাক্কার পরেও রক্ষা পেল বাংলাদেশের বিমান

অবতরণের সময় পাখির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার মুখে পড়ল বিমান। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১০.‌৩০ মিনিট নাগাদ দমদম বিমানবন্দরে।

ঢাকা থেকে কলকাতাগামী বাংলাদেশ সংস্থার ওই বিমানটি নামার সময়ই পাখির সঙ্গে ধাক্কা খায়।

বিমানের সামনের অংশ এর ফলে ক্ষতিগ্রস্ত হলেও বিমানচালক দক্ষতার সঙ্গে নিরাপদেই বিমান অবতরণ করান। বিমানে ছিলেন ১৬২ জন যাত্রী এবং সাত জন বিমানকর্মী। সবাই নিরাপদেই আছেন।

বিমান থামার পরই সেখানে ছুটে যান বিমানবন্দরের কর্মী এবং আধিকারিকরা। যাত্রী এবং বিমান কর্মীদের নিরাপদে বের করে আনা হয় বিমান থেকে। আপাতত টারম্যাকেই দাঁড় করিয়ে রাখা হয়েছে বিমানটিকে।

ইঞ্জিনিয়াররা বিমানটি পরীক্ষানিরীক্ষা করছেন। সব কিছু ঠিক থাকলে পরে রওনা করানো হবে বিমানটিকে। এমনটাই জানিয়েছে বিমান বাংলাদেশ। ‌‌‌

এসএইচ-০৩/১০/১২ (অনলাইন ডেস্ক)