মরিচা দূর করতে ব্যয় ২১’শ কোটি ডলার

মার্কিন অস্ত্রশস্ত্রে মরিচা বড় এক মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পেন্টাগনের। ট্যাঙ্ক, সাঁজোয়া যান, জাহাজ, ব্যালেস্টিক মিসাইল, পারমানবিক অস্ত্র কিংবা বিমান যাই হোক না কেন এতে প্রাকৃতিকভাবে রাসায়নিক বিক্রিয়ায় যে মরিচা ধরে তা দূর করতে রীতিমত গলদঘর্ম হচ্ছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ।

বছরে গুণতে হচ্ছে ২১ বিলিয়ন ডলার। এমনকি এসব দামি অস্ত্রশস্ত্রের রক্ষণাবেক্ষণের অভাব হলে অচল হয়ে যাওয়ার ভীতিও রয়েছে এবং তা ঠিক রাখতে এর একতৃতীয়াংশ খরচ ব্যয় করতে হচ্ছে মরিচা দূর করতে।

এধরনের সমস্যা সবচেয়ে বেশি শুরু হয় ২০০২ সাল থেকে। ডিফেন্স ওয়ান

মার্কিন সরকারের জবাবদিহি বিভাগ থেকে বলা হচ্ছে অস্ত্রশস্ত্রের মরিচা দূর করার কার্যকর সঠিক দিকনির্দেশনা এখনো প্রণয়ন করা হয়নি। গত বছর মার্কিন সেনাবাহিনী ও নৌবাহিনী এধরনের সমস্যা নিরসনে কংগ্রেস বিপাকে পড়ে ঠিক কি পরিমান অর্থ বরাদ্দ দেয়া হলে মরিচা সমস্যা দূর হবে তা নিয়ে।

একই বছরে মার্কিন সেনাবাহিনী ২.৪ মিলিয়ন ডলার, বিমান বাহিনী ৩ মিলিয়ন ও নৌবাহিনী ২ লাখ ২০ হাজার ডলার চাইলে তা বরাদ্দ দেয়া হয়। কারণ এ বরাদ্দ দেয়া না হলে অনেক অস্ত্রশস্ত্র অচল হয়ে গেলে তা আর ব্যবহার করা যাবে না বলেও সতর্ক করা হয়েছিল।

এসএইচ-২০/১০/১২ (অনলাইন ডেস্ক)