ফিডার ক্যানেলে নিউজিল্যান্ডের পাখি

নিউজিল্যান্ডের বিরল প্রজাতির একটি পাখি ফরাক্কায় উদ্ধার করল এক মৎস্যজীবী। তাঁদের দাবি, পাখি নয়, এটি ময়ূর ছানা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বাগদাবড়া ফরেস্টের বিট অফিসার প্রভাষচন্দ্র মণ্ডল। পাখিটির গায়ের রং ময়ূরের মতো।

এমনকী, মানুষ দেখলে ময়ূরের মতো তেড়ে আসছে ঠোঁট দিয়ে ঠোকরাতে। বিরল প্রজাতির পাখি উদ্ধারের খবর জানাজানি হতে পাখিটিকে এক নজর দেখতে ভিড় জমতে থাকে মৎস্যজীবী লাল্টু হালদারের বাড়িতে।

ভারতের ফরাক্কার ২ নম্বর নিশিন্দ্রা কলোনি সুভাষ পল্লীর বাসিন্দা লাল্টু হালদার। বাড়ির পাশে ফিডার ক্যানেলে মাছ ধরেন প্রতিদিন। রোববার বিকেলে মাছ ধরে কেদারনাথ সেতুর কাছে নদীর পাড়ে একটি বিরল প্রজাতির পাখিকে দেখে চমকে ওঠেন তিনি। পাখিটি ময়ূরের মতো দেখতে হওয়ায় তিনি পাখিটিকে ধরে বাড়িতে নিয়ে আসেন।

বিরল প্রজাতির পাখিকে দেখতে লাল্টু হালদারের বাড়িতে ভিড় জমে যায়। যদিও ফরাক্কার বাগদাবড়া ফরেস্ট অফিসার প্রভাতচন্দ্র মণ্ডল বলেন, ‘‌মৎস্যজীবীর হাতে আটক পাখিটি ময়ূর নয়, এটির নাম অস্ট্রোলেশিয়ান স্বম্ফেন।

এদের বাস পূর্ব ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও নিউগিয়েনায়। তবে সবচেয়ে বেশি দেখা যায় নিউজিল্যান্ডে। শীতের আমেজে কোনও কারণে অস্ট্রোলেশিয়ান স্বম্ফেনটি ফরাক্কায় ফিডার ক্যানেলের পানিতে চলে এসেছে। এরা নদীতে মাছ খেতে আসে।’

এসএইচ-০৪/১১/১২ (অনলাইন ডেস্ক, তথ্য সূত্র : আজকাল)