বাঁধাকপি কিনতে গিয়েছিলেন এক মহিলা। কিন্তু স্বপ্নেও ভাবতে পারেননি তাঁর সঙ্গে ঠিক কী হতে চলেছে! সেই বাজার করতে গিয়েই ঘুরে গেল তাঁর ভাগ্যের চাকা। রাতারাতি কোটিপতি হয়ে গেলেন তিনি।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের। ভ্যানেসা ওয়ার্ড নামে এক মহিলা স্থানীয় একটি বাজারে বাঁধাকপি কিনতে গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে একটি লটারির টিকিট কেনেন তিনি।
পরে বাড়ি ফিরে ভার্জিনিয়া দেখেন, তাঁর কেনা লটারির টিকিটটাই প্রথম পুরস্কার জিতিছে। মোট তিনি ২,২৫,০০০ টাকা জিতেছেন। ভারতীয় মূল্যে যা প্রায় দেড় কোটি টাকার কাছাকাছি।
আচমকা যে লটারির টিকিটে এত টাকা পাবেন, তা কল্পনাও করতে পারেননি ভ্যানেসা। এখন চাকরি থেকে অবসর নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ভ্যানেসা।
আরএম-০৮/১৫/১২ (অনলাইন ডেস্ক)