উত্তর গোলার্ধের মানুষদের জন্য শুক্রবার রাতটি হচ্ছে সবচেয়ে দীর্ঘ রাত। আজ দ্রুত সন্ধ্যা নেমে যাবে, শুরু হবে বছরের দীর্ঘতম রাত।
পাশাপাশি এই গোলার্ধের মানুষের জন্য শনিবার হবে বছরের ক্ষুদ্রতম দিন।
অন্যদিকে দক্ষিণ গোলার্ধের মানুষের জন্য হিসাবটা একেবারে উল্টো। শুক্রবার সেখানে দীর্ঘতম দিন আর শনিবার হবে সবচেয়ে ছোট রাত।
২১ ডিসেম্বর সূর্য মরকক্রান্তি রেখার ওপর অবস্থান করে এবং উত্তর মেরু সূর্য থেকে কিছুটা দূরে হেলে থাকে। যার ফলে এই গোলার্ধের মানুষ প্রত্যক্ষ করেন সবচেয়ে লম্বা রাত আর সবচেয়ে ছোট দিন। একই কারণে দক্ষিণ গোলার্ধে দেখা যায় বিপরীত চিত্র।
বাংলাদেশ যেহেতু উত্তর গোলার্ধে অবস্থিত, তাই এদেশের মানুষদের জন্যও আজ দীর্ঘতম রাত।
তবে দীর্ঘতম রাত হলেও ভয় নেই। শনিবার পূর্ণিমা। তাই শুক্রবারের আকাশেও থাকবে চাঁদের আলো। সেই আলোয় কেটে যাবে লম্বা এই রাত।
এসএইচ-০৩/২১/১২ (অনলাইন ডেস্ক)