২০১৮ সাল পৃথিবী থেকে বিদায় নিয়েছেন যেসব তারকা

২০১৮ সাল পৃথিবী

কয়েক দিন পরেই শেষ হবে এই বছরটি। নতুন বছরে মেতে ওঠার আগেই জেনে নিন ২০১৮তে কোন তারকাদের হারিয়েছেন।

সুপ্রিয়া দেবী-

অনেক দিন ধরে বয়সজনিত অসুখে ভোগার পরে ২৬ জানুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সিনেমার কিংবদন্তি সুপ্রিয়া দেবী।

শ্রীদেবী-

২৪শে ফেব্রুয়ারি প্রয়াত হন বলিউডের অন্যতম সফল অভিনেত্রী শ্রীদেবী।

স্টিফেন হকিং-

সময়ের রহস্যকে জয় করেছেন। কিন্তু মৃত্যুকে ফেরাতে পারলেন না। ১৪ মার্চ জীবনাবসান হয় স্টিফেন হকিং-এর।

সোমনাথ চট্টোপাধ্যায়-

১৩ অগস্ট মৃ্ত্যু হয় লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়।

অজিত ওয়াদেকর-

স্বাধীনতা দিবসের দিনই মৃত্যু হয় কিংবদন্তি ক্রিকেটার অজিত ওয়াদেকরের।

অটলবিহারী বাজপেয়ী-

১৬ অগস্ট দিল্লির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী।

কল্পনা লাজমি-

বিখ্যাত পরিচালক কল্পনা লাজমির মৃত্যু হয় ২৩ সেপ্টেম্বরে।

মহম্মদ আজিজ-

সঙ্গীত জগতে বড় শূন্যতা তৈরি করে ২৭ নভেম্বর প্রয়াত হন মহম্মদ আজিজ।

দ্বিজেন্দ্র মুখোপাধ্যায়-

বিখ্যাত সঙ্গীতশিল্পী দ্বিজেন্দ্র মুখোপাধ্যায়ের জীবনাবসান হয় ২৪ ডিসেম্বর।

নীরেন্দ্রনাথ চক্রবর্তী-

বড়দিনের দিনেই প্রয়াত হন ‘কলকাতার যীশু’-কাব্যগ্রন্থের প্রণেতা নীরেন্দ্রনাথ চক্রবর্তী।

আরএম-০৫/২৬/১২ (অনলাইন ডেস্ক, তথ্যসূত্র: এবেলা)