কলেজের ছাত্রীদের এবার বিনামূল্যে স্যানিটারি প্যাড দেওয়ার ব্যবস্থা করেছে ভারতের রাজস্থান প্রদেশের সরকার। নতুন বছরে রাজ্যের ১৮৯টি সরকারি কলেজে ফ্রি স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানোর সিদ্ধান্ত নিয়েছে উচ্চশিক্ষা দফতর।
এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশের মধ্যে রাজস্থানই হবে প্রথম রাজ্য যেখানে কলেজ ছাত্রীরা বিনামূল্যে পাবে স্যানিটারি ন্যাপকিন।
এর আগে মরু রাজ্যের কিছু স্কুল ও রেলওয়ে স্টেশনে ফ্রি স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসিয়েছে বসুন্ধরা রাজে সরকার। এ বার কলেজে এই ব্যবস্থা করার জন্য সরকারকে প্রস্তাব দিয়েছে উচ্চশিক্ষা দফতর। দফতরের কর্মী ভানওয়ার সিং ভাটি বলেছেন, এই প্রকল্পের জন্য প্রয়োজন ২.৫ কোটি টাকা।
রাজস্থানে সরকারি কলেজগুলিতে প্রায় ২.৮ লাখ ছাত্রী রয়েছে। এঁদের মধ্যে অনেকেই এতটা নিম্নবিত্ত পরিবারের যে, স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার তাঁদের সাধ্যের বাইরে। বহুদিন ধরে বিভিন্ন স্বাস্থ্যকর্মীরা স্যানিটারি প্যাডের প্রয়োজনীয়তা সম্পর্কে প্রতিনিয়ত প্রচার চালানোর পর এই পদক্ষেপ করেছে উচ্চশিক্ষা দফতর।
দীর্ঘদিন ধরে স্যানিটারি প্যাডের প্রয়োজনীয়তা সম্পর্কে প্রচারণা চালিয়ে আসছেন রাজ্যের সরকারি-বেসরকারি স্বাস্থ্যকর্মীরা।
আরএম-০৭/০২/০১ (অনলাইন ডেস্ক)