মাকড়সা বৃষ্টি! (ভিডিও)

যদি বৃষ্টির পানির বদলে ঝরে পড়তে থাকে লাখ লাখ মাকড়সা! ভয়ে শিউরে উঠবেন নিশ্চয়ই? ব্রাজিলে সম্প্রতি এমনই মাকড়সা বৃষ্টির সাক্ষী হয়েছে মিনাস গেরাইস রাজ্যের একটি গ্রামের বাসিন্দারা।

বিশেষজ্ঞদের বরাত দিয়ে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, গরম, আর্দ্র আবহাওয়ার সময় এই অঞ্চলে এমন ঘটনা অস্বাভাবিক নয়। আবহাওয়ার কারণে এমন মাকড়সা বৃষ্টির সাক্ষী হয় গ্রামবাসী।

আকাশ থেকে মাকড়সা বৃষ্টির ছবি এবং ভিডিও সামাজিক মাধ্যমে রীতিমত ভাইরাল হয়ে গেছে। ওই গ্রামের জোয়াও পেড্রো মার্টিনেলি ফোনসেকা নিজের মোবাইলেও এই দৃশ্য ভিডিও করেছেন। জোয়াও বলেন, এই দৃশ্য তাকে তীব্রভাবে বিস্মিত এবং ভীত করেছে।

সামাজিক মাধ্যম ফেসবুকে জোয়াওর মা সিসিলিয়া জুনিনহো ফোনসেকা ভিডিওটি পোস্ট করার পর হাজার হাজার মানুষ রীতিমতো ভয়ে কেঁপে উঠেছেন।

জোয়াওর দাদী জেরিসিনা মার্টিনেলি স্থানীয় সংবাদপত্রকে বলেন, আপনারা ভিডিওতে যা দেখছেন তার চেয়ে অনেক বেশি মাকড়সা আর মাকড়সার জাল ছিল। আমরা এমন আগেও দেখেছি, সত্যিই যখন প্রচণ্ড গরম পড়ে, সন্ধ্যায় এমনটা ঘটে।

দেখে মনে হবে মাকড়সাগুলো বোধহয় হাওয়ায় ভাসছে। এ বিষয়ে আরাকোনোলজি বিষয়ে গবেষণারত জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক অ্যাডালবার্তো ডস সান্তোস বলেন, প্রকৃতপক্ষে শিকার ধরার জন্য একটি দৈত্যাকার মাকড়সার জাল থেকে ঝুলে রয়েছে ওই মাকড়সাগুলি।

এই মাকড়সারা প্যারাউইক্সিয়া বিস্ট্রিয়াটা প্রজাতির অন্তর্গত। এরা এমন সূক্ষ্মভাবে জাল বুনতে পারে যা মানুষের চোখে ধরা পড়া প্রায় অসম্ভব। সেকারণেই মানুষের বিভ্রম হয়। আর মনে হয় যে, মাকড়সাগুলো হাওয়ায় ভেসে আছে।

এসএইচ-১৩/১৫/১৯ (অনলাইন ডেস্ক)