স্বপ্ন নয় বাস্তব ! এমন সব দেশ যেখানে গরিব নেই কেউ…

স্বপ্ন নয় বাস্তব

বিশ্বের এমন অনেক দেশ রয়েছে যেখানে দারিদ্র বলে কিছু নেই ৷ গরিবি কি, এই সব দেশের মানুষ জানেনই না ৷ অর্থনীতির GDP পার ক্যাপিটার হিসেবে এই দেশগুলির মধ্যে রয়েছে লুক্সেমবার্গ, সুইৎজারল্যান্ড, ম্যাকাউ ৷ এই দেশে কেউ অভুক্ত থাকেন না ৷ এছাড়া দেশের নাগরিকদের ক্রয় ক্ষমতার ওপরও দেশগুলির মূল্য বিচার করা হয় ৷ এরফলে বোঝা যায় কোন দেশ কতটা ধনী ৷

ধনী দেশের তালিকা তৈরি করতে বিশ্ব ব্যাঙ্ক দেশগুলির GDP বিচার করে ৷ এর অর্থ হল দেশের উৎপাদন বিচার করা এবং তারপর তা দেশের জনসংখ্যা দিয়ে ভাগ করা ৷ এতেই মেলে GDP পার ক্যাপিটা ৷ বিষয়টিকে খুবই সরলভাবে ব্যাখ্যা করা হল ৷ এইভাবেই বিশ্বের ধনী দেশগুলির হদিশ পাওয়া যায় ৷

নরওয়ে- অর্থনীতির হিসেবে ধনী দেশের অন্যতম ৷ এছাড়াও রয়েছে ভরপুর প্রাকৃতিক তেল ও গ্যাস ৷ প্রাকৃতিক তেল ও গ্যাসই এই দেশের মূল ব্যাবসায়ীক রসদ ৷ নিরাপত্তার দিক থেকেও দেশটি প্রথম সারিতে রয়েছে ৷

কাতার- মধ্যপ্রাচ্যের এই দেশের মোট জনসংখ্যা ২০ লক্ষ আর দেশের মোট আয় ভারতীয় মুদ্রার হিসেবে ১২০ লক্ষ কোটি ৷ তাই এই দেশটিও বিশ্বের ধনীর দেশের মধ্যে একটি ৷ দেশের ব্যবসা অবশ্যই পেট্রোল ৷ এছাড়াও ট্যুরিজিম ও ব্যাঙ্কিংও দেশের অর্থনীতির মূল হাতিয়ার ৷

সুইৎজারল্যান্ড- মধ্য ইউরোপের অত্যন্ত সুন্দর দেশটি GDP-র হিসেবে অনেকই ভাল ৷ এছাড়াও সেদেশের বাসিন্দাদের ক্রয় ক্ষমতাও সমান ৷ তাই স্ট্যান্ডার্ড অফ লিভিং ও জীবনযাপনের মান হিসেবে সর্বপ্রথম স্থান অধিকার করে সুইৎজারল্যান্ডই ৷ মনোরম সৌন্দর্যের জন্য প্রতি বছর বহু পর্যটক আসেন এই দেশে ৷ অন্যান্য ব্যবসার মধ্যে পর্যটন এই দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসা ৷

ব্রুনেই- দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে ধনীতম এই দেশ ৷ প্রাকৃতিক গ্যাস ও অশোধিত তেলের ব্যবসাই এই দেশের মূল অর্থনীতির জোগান দেয় ৷ জনসংখ্যা খুব কম ৷ ফলে GDP-র হিসেবে অনেকটা উপরের দিকে থাকছে এই দেশ ৷

সিঙ্গাপুর- ৬৩দ্বীপপুঞ্জ মিলে তৈরি সিঙ্গাপুর ৷ বিশ্বের নানা প্রান্তের বিনিয়োগকারীদের নজর রয়েছে সিঙ্গাপুরের ওপর ৷ দক্ষিণ-পূর্বের অর্থনৈতিক রাজধানী হিবেসে উঠে এসেছে সিঙ্গাপুর ৷ এছাড়া বিপুল পরিমাণ পর্যটনও জোয়ার এনেছে সিঙ্গাপুরের অর্থনীতিতে ৷

আরএম-০৭/২০/০১ (অনলাইন ডেস্ক)