সততা শেখাচ্ছে বাংলাদেশ, বইমেলায় বিক্রেতা-বিহীন দোকানে খদ্দেরই সর্বেসর্বা

সততা শেখাচ্ছে বাংলাদেশ

দোকান, অথচ কোনও দোকানদার নেই। কাটার রসিদ, ক্যাশবাক্স সবই রয়েছে, কেবল কোনও বিক্রেতা নেই। তা হলে বিক্রিবাটা হচ্ছে কী ভাবে? আজব এই দোকানে ক্রেতার সততাই সম্বল। সৎ ক্রেতা নিজেই জিনিস নিয়ে তার সঠিক দামটি ক্যাশবাক্সে রেখে দেবেন, নিজেই কেটে নেবেন রসিদ, এই বিশ্বাস থেকেই গড়ে উঠেছে ‘সততা’ স্টলের এমন অভিনব কনসেপ্ট।

স্থান বাংলাদেশ বইমেলা। একুশে ফেব্রুয়ারি উপলক্ষে অন্যতম বড় উৎসব। সেই বইমেলাতেই এমন একটি স্টল দিয়েছে বিদ্যানন্দ প্রকাশনী। উদ্যোক্তারা বলছেন, মানুষকে কী ভাবে বিশ্বাস করতে হয়, কী ভাবে অনুপ্রাণিত করতে হয়, সেটা জানানোই তাঁদের উদ্দেশ্য।

একটি অনলাইন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তাঁদের বইমেলায় এমন ঘটনা এই প্রথম। বিদ্যানন্দ প্রকাশনীর পক্ষ থেকে বলা হচ্ছে, এমন অভিনব উদ্যোগ নেওয়া হলেও শুরুতে তাঁরা আশঙ্কায় ছিলেন, এর ফলে নানা ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন। কিন্তু ‘সততা’ স্টল চালু হওয়ার পরে তাঁরা কিছুটা বিস্মিতই যে, তেমন কিছু ঘটেনি।

বাংলাদেশের এই ‘সততা’ স্টল পুনরায় প্রমাণ করতে চাইছে, মানুষের উপরে বিশ্বাস হারানো পাপ।

আরএম-০২/০৯/০২ (অনলাইন ডেস্ক)